সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এক ছোবলেই ছ’বি, দু-ফোঁটা বি’ষে’ই কেল্লাফতে, এই সাপের সামনে পরলেই সব শে’ষ

সাপ মানেই এককথায় বাপরে বাপ! তাই সাপের সঙ্গে ছেলেখেলা নৈব নৈব চ। সাপকে ভয় পায় না এমন মানুষের সংখ্যা খুবই কম। আর যদি সেই সাপের নাম হয় ব্ল্যাক মাম্বা, তাহলে তো হাত-পা একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। কারণ ব্ল্যাক মাম্বা পৃথিবীর সবথেকে বিষাক্ত সাপের তালিকায় প্রথম পাঁচ এর মধ্যে রয়েছে। এই সাপটির গতি, বিষের তীব্রতা, শিকার করার পদ্ধতি অন্যান্যদের তুলনায় অনেক আলাদা। এই সাপটি কোনো মানুষকে কামড়ালে তার বাঁচার আশা একেবারেই থাকে না।

পৃথিবীতে মোট ৩,৬০০ প্রজাতির সাপের ৩৭৫ প্রজাতির সাপ বিষাক্ত হয়। আর তাদের মধ্যে ব্ল্যাক মাম্বা হল অন্যতম। এদের উচ্চতা ২-২.৫ মিটার বা (৬.৬-৮.২ ফুট পর্যন্ত লম্বা)৷ তবে এই সাপ সর্বাধিক লম্বা হয়ে থাকে ৪.৩ মিটার (১৪ ফুট), নাম ব্ল্যাক মাম্বা হলেও এই সাপের গায়ের রং হয় সাধারণত সবুজ। তবে চোয়ালের রং হয় কালো।

আফ্রিকার জঙ্গলে পাওয়া এই সাপ গুলি সেখানকার মানুষের সাপের কামড়ে মৃত্যুর জন্য বেশি দায়ী। এরা গাছের ডালে, কুঠুরিতে ও পাথরের ভাজ গুলিতে থাকতে বেশি পছন্দ করে। আফ্রিকার সাহারা মরুভূমি ও পার্শ্ববর্তী এলাকায় এই সাপগুলি অন্যান্য প্রজাতির থেকে বেশি মাত্রায় পাওয়া যায়।

আরো পড়ুন: হামের আ’ক্রা’ন্তে’র সংখ্যা বা’ড়’ছে দেশজু’ড়ে, উপসর্গ গু’লো কি কি?

এদের অতিরিক্ত গতি, আক্রমণাত্মক স্বভাব এদেরকে আরও বেশি মারাত্মক করে তোলে। এই সাপের গতিবেগ ঘণ্টায় ১২ মাইল ৷ এরা এদের শিকারকে তাড়া করে এবং মেরে ফেলে। এদের বিষ অতিরিক্ত মাত্রায় বিষাক্ত হওয়ায় এদের হাত থেকে কোন শিকারই বেঁচে ফিরতে পারে না। একবার কালো মাম্বা হামলা করলে শিকারকে বারবার ছোবল মারে৷

তবে এই সাপ অকারণে হামলা করেনা ৷ কালো মাংবা তরাইয়ের পার্বত্য এলাকায় বসবাস করে থাকে ৷ এই সাপ অন্য মাংবা সাপের প্রজাতির থেকে একদমই বিপরীত ৷ কলো মাংবা প্রধানত মাটিতে থাকতেই পছন্দ করে ৷ কালো মাংবা একসঙ্গে ৬ থেকে ২০ ডিম পাড়তে পারে ৷

কালো মাম্বা সাধারণত একটু লাজুক প্রকৃতির হয়। এই সাপের বিষ এতই বিষাক্ত যে মাত্র দু’ফোঁটাই যে কোনো মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। এছাড়া এই সাপের বিষ শরীরের বিভিন্ন অঙ্গতন্ত্র ও হৃদয়ের কার্যকারিতাকে ব্যাপকভাবে বিঘ্নিত করে। জঙ্গলে ব্ল্যাক মাম্বা বাঁচে প্রায় ১১ বছর এবং সংগ্রহশালায় থাকলে তার আয়ু হয় ২০ বছর৷