সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এক ব্যক্তি অর্ডার দিয়েছিলেন মশলাদার “চিলি ব্যাঙ”, প্লেট থেকে লা’ফ দিয়ে উঠলো মাথাহী’ন ব্যাঙ

চিনের এক ব্যক্তি স্পাইসি ফ্রগ চিলির অর্ডার দিয়েছিলেন। চিনের সিচুয়ান প্রদেশে এক ব্যক্তি একটি রেস্তোরাঁতে স্পাইসি ফ্রগ চিলির অর্ডার করেছিলেন। কিন্তু, যখন তাঁকে এটি প্লেটে পরিবেশন করা হয় ঠিক তখনই ঘটে চরম বিপত্তি।

মূলত, ওই ব্যক্তিকে “বুলডগ ফ্রগ চিলি” দেওয়া হয়। এটি প্রস্তুত করতে প্রথমে ব্যাঙের মাথা কাটা হয়। তারপর সেটি লঙ্কার তেল এবং গোলমরিচ দিয়ে ম্যারিনেট করা হয়। এরপর মশলা দিয়ে রান্না করে পরিবেশন করা হয় ওই খাওয়ার।

কিন্তু, এতদূর সব ঠিকঠাক থাকলেও, ওই খাওয়ারটি যখন ব্যক্তিটিকে পরিবেশন করা হয় এবং তিনি খেতেও উদ্যত হন ঠিক সেই সময়েই হঠাৎ শিরশ্ছেদ করা ব্যাঙটি প্লেট থেকে লাফিয়ে ওঠে টেবিলের ওপর।

আরো পড়ুন: করফার্ম টিকিট নি’য়ে ট্রেনে উঠলেও উধাও গো’টা কামরা! ব্যা’প’ক গ’ণ্ড’গো’ল গীতাঞ্জলি এক্সপ্রেসে

এমতাবস্থায়, সকলেই হতচকিত হয়ে যান সেখানে। এমনকি, চেংডু শহরে অবস্থিত এই রেস্তোরাঁটির ভিডিওটিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।পাশাপাশি, ইতিমধ্যেই ওই ভিডিও চিনের Tiktok সংস্করণ Douyin-এ শেয়ার করা হয়েছে।

ওই ভিডিওতে ব্যাঙটিকে তার পা ও হাত নাড়াতে দেখা যায়। এদিকে, এই খাবারটি দেখে অনেকেই অবাক হয়েছেন। সেই সঙ্গে বিরক্তও হয়েছেন নেটিজেনরা। কেউ কেউ আবার এই খাবারটিকে “জম্বি ফ্রগ” বলেও অভিহিত করেছেন।

অনেকে স্পষ্টভাবে প্রতিক্রিয়ার মারফত জানিয়ে দিয়েছেন যে, চিন এতটাই নির্লজ্জ হয়ে পড়েছে যে সারা বিশ্বে করোনা মহামারী ছড়িয়ে দেওয়ার পরেও ব্যাঙ-কুকুর-বিড়ালের মাংস অবলীলায় খেয়ে চলেছে সে দেশের মানুষ।