সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২৯ বছর প’র থেকে ভারত সহ এক একাধিক দেশ পা’বে না এক ফোঁটাও জল: রাষ্ট্রপুঞ্জ

29 বছর পর ভারতসহ গোটা বিশ্বের প্রায় 500 কোটির বেশি মানুষ এক ফোটাও জল পাবেন না! সম্প্রতি এমনই হুঁশিয়ারি দিল রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ ‘ওয়ার্ল্ড মেটিরিওলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও)’। গবেষকরা জানাচ্ছেন 2050 সালের মধ্যেই ভারতসহ বিভিন্ন দেশে পানীয় জলের ভাণ্ডারে টান পড়বে।

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আসন্ন বিশ্ব সম্মেলনে রাষ্ট্রনেতাদের এ বিষয়টি উত্থাপন করার আর্জি জানানো হয়েছে ওই রিপোর্টে। রাষ্ট্রপুঞ্জের সেই ‘সিওপি-২৬’ শীর্ষক শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে গ্লাসগোতে। আগামী 31 শে অক্টোবর থেকে 12 ই নভেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন।

জলবায়ু পরিবর্তনের কারণে ভূপৃষ্ঠের জল দ্রুত নেমে যাওয়াকেই আসন্ন বিপদের পেছনে প্রধান কারণ হিসেবে দায়ী করা হচ্ছে। ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের ঠিক নীচের স্তর, বরফ ও তুষারে জমা জলের স্তর গত দু’দশকে যে হারে কমেছে তা যথেষ্ট উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। বিগত কুড়ি বছরে প্রতি বছর 1 সেন্টিমিটার করে ভূপৃষ্ঠের জলস্তর নেমেছে।

ইতিমধ্যেই সারা বিশ্বের প্রায় 360 কোটি মানুষ এই সমস্যার সম্মুখীন হয়েছেন। 2018 সালে প্রায় একমাস যাবত তারা জল পাননি। আগামী দিনে ভয়ানক জল সংকটের মুখে পড়বে  উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম অংশ, ভূমধ্যসাগর, উত্তর ও দক্ষিণ আফ্রিকা, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়া।