সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না আ’ব’হে ম্লা’ন বিশ্ব’কর্মা পূ’জা

করোনা আবহে ম্লান বিশ্বকর্মা পূজা

মালদা,১৭ সেপ্টেম্বর : করোনা আবহে ম্লান বিশ্বকর্মা পূজা। শুক্রবার সকাল থেকে দেবতার শিল্পীর পূজার্চনা শুরু হয় জেলা জুড়ে।

গৌড়কন্যা বাস স্ট্যান্ডে বিশ্বকর্মা পুজোর আয়োজন করেন বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশন। নমো নমো করে পুজো সারেন তারা। তবে এদিন সমস্ত বেসরকারি বাস বন্ধ রেখে পুজো দেন বাস মালিক ও কর্মীরা। করোনা আবহে অনাড়ম্বরে পালিত হয় বিস্বকর্মা পূজা।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা পক্ষ থেকেও বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়। করোনা আবহে তারাও ছোট করে পুজোর আয়োজন করেন। মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে পূর্বে যে আয়োজন করা হয় বিশ্বকর্মা পূজার।

এদিন নিজেদের চারচাকা এবং দুই চাকা গাড়ি পূজা করেন মালিকরা। এর পাশাপাশি মালদা জেলার বিভিন্ন প্রান্তে অফিস, কলকারখানাসহ বিভিন্ন জায়গায় শিল্পের দেবতার আরাধনা ব্রতী হন বিভিন্ন শ্রেণীর মানুষ।