সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: বয়স্কদের তুলনায় তরুণদের ম’দ্য’পা’নে মারাত্মক ঝুঁ’কি! রি’পো’র্ট প্রকাশ্যে

ধূমপান ও মদ্যপান শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। একথা আমরা সবসময়ই শুনে থাকি। কিন্তু সেই ব্যাপারে সতর্ক হন খুব কম মানুষই। এমন অনেকেই আছেন মদ্যপান যাদের নিত্যদিনের অভ্যাস। তারা মদ্যপানে এতটাই আসক্ত যে দিনের শেষে গলায় সেই অমৃত একটু না ঢাললে নিজেকে রিফ্রেশড্ মনে হয় না।

তবে অনেক গবেষণায় এও প্রমাণিত হয়েছে যে সামান্য পরিমাণে অ্যালকোহল সেবন শরীরের জন্য স্বাস্থ্যকর। এবার সারা বিশ্ব জুড়ে চলা এক সমীক্ষায় ধরা পড়ল, অ্যালকোহল সেবনের কারণে বয়স্কদের তুলনায় তরুণদের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির সম্মুখীন হচ্ছে। অ্যালকোহলের প্রভাব সম্পর্কিত এই গবেষণাপত্রটি দ্যা ল্যানসেট জার্নালে প্রকাশিত হয়েছে শুক্রবার।

এই গবেষণায় দেখা গেছে, ১৫ থেকে ৩৯ বছর বয়সী পুরুষদের অ্যালকোহল সেবনের কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। অন্যদিকে ৪০ কিংবা তার বেশি বয়সী ব্যক্তিরা প্রতিদিন মাত্র ১ থেকে ২টি স্ট্যান্ডার্ড পানীয়র সুবিধা নিতে পারেন, অ্যালকোহলের এই পরিমাণ স্ট্রোক, ডায়াবেটিসের মত ঝুঁকি কমাতে সাহায্য করে।

আরো পড়ুন: হার্ট অ্যাটাকে নাকি অবিবাহিতরা বেশি মা’রা যান! রিপোর্ট ঘি’রে চা’ঞ্চ’ল্য

প্রায় ২০৪টি দেশের উপর গবেষণায় প্রমাণ মিলেছে, ২০২০ সালে প্রায় ১.৩৪ মিলিয়ন মানুষ ক্ষতিকারক পরিমাণে অ্যালকোহল সেবন করেছেন। এছাড়া ১৫ থেকে ৩৯ বছর বয়সী ব্যক্তিরা অ্যালকোহল জনিত কারণে মোটর গাড়ি দুর্ঘটনা, আত্মহত্যা,নরহত্যার মত বেশিরভাগ ঘটনার সম্মুখীন হন।

এক্ষেত্রে ইউএস ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভালিউশনের অধ্যাপক এবং এই গবেষণার সিনিয়র লেখক এমানুয়েলা গাকিডু জানিয়েছেন, এই গবেষণার মাধ্যমে জানানো হয়েছে তরুণদের মদ্যপান করা উচিত নয় । তবে বয়স্কদের ক্ষেত্রে সামান্য পরিমাণ মদ্যপান তাদের স্বাস্থ্যের জন্য উপকার।

১৯৯০ থেকে ২০২০ সালের মধ্যে ১৫ থেকে ৯৫ বছর এবং তার বেশি বয়সী পুরুষ আর মহিলাদের নানান ডেটা সংগ্রহের মাধ্যমে দেখা গেছে, অ্যালকোহল সেবনের কারণে ক্যান্সার সহ প্রায় ২৩ টি স্বাস্থ্য সমস্যার ঝুঁকি দেখা দিতে পারে।