সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বয়স্ক পুণ্যার্থীদের জন্য ভা’লো খবর, জম্মুর বৈষ্ণোদেবী মন্দির তৈ’রি হ’চ্ছে আপনার বাড়ির কাছেই!

পূর্ণ অর্জন করতে চান, তাহলে এবার আর পাড়ি দিতে হবে না জম্মু-কাশ্মীরে, কারণ ঘরের সামনেই তৈরি হচ্ছে বৈষ্ণব দেবীর মন্দির। এই মন্দিরটি তৈরি হচ্ছে বেহালায় সাড়ে সাত বিঘা জমির উপর। জানা গেছে যে আগামী ১৮ই জানুয়ারিতে এই মন্দির খোলা হবে আমজনতার জন্য। এই দিন হাজির থাকবেন দেশের একাধিক মন্দিরের পুরোহিতরা। জম্মু-কাশ্মীরে বৈষ্ণব দেবীর মন্দির হিন্দুদের কাছে অন্যতম একটি পবিত্র স্থান।

দুর্গম পথ পেরিয়ে বহু সিড়ির ভেঙে পাহাড়ের উপরের এই মন্দিরে উঠতে হয়। অনেক প্রবীনদের সখ থাকে তারা এই মন্দিরে যাবেন কিন্তু তাদের কাছে সেই বিষয়টি সহজ হয় না সুতরাং এবার পূণ্য লাভের ব্যবস্থা হবে কলকাতাতে।

এই ব্যাপারে কলকাতা পুরসভার মেয়র পরিষদ তারক সিং জানিয়েছেন, যাদের ইচ্ছে যে কাটরার বৈষ্ণব দেবীর মন্দিরে যাবেন কিন্তু রাস্তা দুরকম হওয়ার জন্য যেতে পারেন না সেই সমস্ত ভক্তদের জন্য এবার বৈষ্ণবদেবীর মন্দির তৈরি হচ্ছে।

আরো খবর: সিঙ্গেলদের জন্য ভা’লো খবর, ২০২৩ সালের এই মাসে ম’নে’র মানুষ খুঁ’জে পাবেন!

জয়পুর থেকে এই মন্দিরের মূর্তি আনা হয়েছে। কাটরার বৈষ্ণব দেবীর মূর্তির আদলেই বানানো হয়েছে এই মন্দিরের মূর্তি। যে জমিতে এই মন্দির তৈরি হচ্ছে সেই জমিতে ছিল জয়চন্ডী ঠাকুরের মন্দির। এই মন্দিরটি ৪০০ বছরের পুরনো, জমিতে প্রায় দুই বিঘা জুড়ে ছিল জলাশয় পুরোটাই দেবত্ব সম্পত্তি ছিল।

এরপরে এই জমিটি নজরে আসে কলকাতা পুরসভার, যারাই রক্ষণাবেক্ষণ করতেন। স্থানীয় কাউন্সিলর তারক সিং সিদ্ধান্ত নেয় যে তিনি এখানে একটি মন্দির করবেন এবং সেটি হল বৈষ্ণব দেবীর মন্দির।

সেই মতোই কাজ শুরু হয়। জানা গেছে এই মন্দির খুলবে ভোর পাঁচটার সময় এবং বন্ধ হবে দুপুরে একটায়, বিকেল চারটের সময় সাধারণ ভক্তদের জন্য আবার খুলে দেওয়া হবে এই মন্দিরের দরজা ফের বন্ধ হবে রাত দশটায়।