সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনি কি বাড়ির বা’ই’রে? কো’থা’য় কো’থা’য় জল জমে আ’ছে কলকাতায় জেনে নিন

গত শনিবার থেকে ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় এক টানা বৃষ্টিতে জলমগ্ন অবস্থা সকল জায়গায়। টানা বৃষ্টিতে উত্তর কলকাতার কয়েকটি জায়গায় জমলো জল। বৃষ্টিতে জলমগ্ন কলকাতার দৃশ্য এর আগেও আমরা অনেকবার দেখেছি। ঠনঠনিয়া, সেন্ট্রাল এভিনিউতে জল জমে সমস্যায় পড়েছেন স্থানীয়রা।

শুধু তাই নয় উত্তর কলকাতার কালি বাড়ির কাছে জল জমেছে ব্যাপক আকারে। এছাড়া পাতিপুকুর, বিটি রোড, মুক্তারাম বাবু স্ট্রিট, গার্ডেনরিচের একাংশ রয়েছে জলের তলায়। এককথায় সম্পূর্ণ কলকাতা রয়েছে জলের তলায়।

গতকাল থেকে সাধারণ মানুষের জলের জন্য নাজেহাল অবস্থা কমানোর জন্য ইতিমধ্যেই পোর্টেবল পাম্প বসিয়ে জল নামানোর চেষ্টা করতে শুরু করেছে কলকাতা পৌরসভা।