সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রিয়াঙ্কা গাঁন্ধির মি’থ্যা দা’বি ঘি’রে শোরগোল, ধ’রা পড়তেই ট্রো’লে’র শি’কা’র কংগ্রেস নেত্রী

শেষমেষ মিথ্যে কথা বলে ধরা পড়ে গেলেন কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী। সম্প্রতি তিনি দাবি করেছিলেন তার সন্তানদের ইনস্টাগ্রাম একাউন্ট হ্যাক করা হয়েছে। এখন জানা গেল তার দাবি সম্পূর্ণ ভুয়ো ছিল। প্রিয়াঙ্কার দাবির পর সরকার এই মামলার তদন্তের নির্দেশ দিয়েছিল। সেখানে ধরা পড়েছে এই তথ্য।

কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে প্রিয়াঙ্কা গান্ধীর সন্তানদের ইনস্টাগ্রাম একাউন্ট হ্যাক হওয়ার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি সিস্টেম রেসপন্স টিমের কাঁধে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা বিরোধী নেতাদের বিরুদ্ধে ফোন ট্যাপিংয়ের অভিযোগ তুলেছিলেন।

লখনৌয়ের কংগ্রেস দপ্তর থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা অভিযোগ করেন শুধু ফোন ট্যাপ করা নয়, তার সন্তানদের ইনস্টাগ্রাম একাউন্ট হ্যাক করা হচ্ছে। সরকারের কি আর কোনো কাজ নেই? প্রশ্ন তুলেছিলেন প্রিয়াঙ্কা। তবে প্রিয়াঙ্কার দাবি মিথ্যে প্রমাণ হলো সরকারের তদন্তের রিপোর্টে।

উত্তরপ্রদেশের যোগী সরকারকে আক্রমণ করে প্রিয়াঙ্কা এর আগেও বহুবার মিথ্যা দাবি করেছিলেন। যেগুলি পরে ভুল প্রমাণিত হয়। এছাড়াও একবার ফেসবুক পোস্টের মাধ্যমে মোদি সরকারকে ভারতীয় রেল আদানি গ্রুপের হাতে বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি। সেই নিয়ে পরে বিতর্ক সৃষ্টি হলে তিনি তার ফেসবুক পোস্ট ডিলিট করে দেন।