সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: ব্রে’স্ট মি’ল্ক দিয়ে তৈরি ক’রা হচ্ছে আংটি-লকেট-কানের দুল! ট্রে’ন্ডে গা ভাসিয়েছে বি’শ্ব

প্রত্যেক সন্ধানের বড় হওয়ার বিভিন্ন মুহূর্ত নিজের কাছে ধরে রাখতে চান বাবা মায়েরা। ক্যামেরাবন্দি করে হোক অথবা বড় করে অনুষ্ঠান করে সর্বদিক দিয়ে সন্তানকে স্পেশাল অনুভব করাতে পিছপা হন না অবিভাবকরা। সেই তালিকা এবং নতুন সংযোজন হলো স্তনের যুদ্ধ থেকে গয়না তৈরি।

এই ট্রেন্ডে গা ভাসিয়ে সারা বিশ্বে এখন মাতৃদুগ্ধ থেকে তৈরি করছে বিভিন্ন গহনা। মেজেন্ডা ফ্লাওয়ার হলো তেমনই একটি সংস্থা যারা এই ধরনের গহনা তৈরি করে থাকেন। এই সংস্থার কর্ণধার জানিয়েছেন, আগামী কয়েক বছরের মধ্যে বার্ষিক টার্নওভার পৌঁছে যাবে ভারতীয় মুদ্রায় প্রায় 15 কোটি টাকা।

সদ্যজাত সন্তানকে স্তনদুগ্ধ পান করানো স্মৃতি এমন ভাবে ধরে রাখতে চান মায়েরা। তাই ব্রেস্ট মিল্ক দিয়ে তৈরি করা হচ্ছে দামি দামি পাথর। আর সেই পাথরের তৈরি কানের দুল আংটি অথবা লকেট পড়ছে সব মায়েরা।

আরো পড়ুন: দুই শালিক দেখলেই শু’ভ! কিন্ত এক শালিক দেখলেই কেন দিনটি খা’রা’প? কোথা থেকে এ’লো এই ধা’র’ণা?

এই বেস্ট মিল্ক জুয়েলারি প্রতিদিন আরও প্রসারিত হয়ে চলেছে। মেজেন্ডা ফ্লাওয়ার এর কর্ণধার সাফিয়া বলেছেন, এই ব্রেস্ট মিল্ক নিয়ে যেতে ট্যাবু সেটা দূর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মা ও শিশুর মধ্যে একটি পবিত্র বন্ধন এই জুয়েলারি।

তিনি আরো জানিয়েছেন, স্তন দুগ্ধ সংরক্ষণ করে কি করে সেটি কি করে মেমেন্টো করে রাখা যায়, তার জন্য গবেষণা তৈরি হচ্ছে। গবেষণার মূল লক্ষ্য, মেমেন্টো তৈরি করার পর যেন বেস্ট মিল্ক এর রং অপরিবর্তিত থাকে।

আরো পড়ুন: কাশ্মীর ফাইলস ফিল্মের জন্য অভিনেতা-অভিনেত্রীরা কে কত টা’কা পারিশ্রমিক নিয়েছেন?

ব্রেস্ট ফিডিং পর্ব যখন শেষ হয়ে যায় তখন মায়েদের গ্রাস করে বিভিন্ন শূন্যতা। এই শূন্যতা থেকে মুক্তি পাবার জন্য এবং এই আনন্দময় অভিজ্ঞতাকে ধরে রাখার জন্য এই জুয়েলারি বানানোর পদ্ধতি দিনের পর দিন আর নতুন করে তৈরি করা হচ্ছে এবং এর চাহিদা আরো বেড়ে যাচ্ছে প্রতিদিন।