সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

5G নয় একবারে 10G নেটওয়ার্ক একদম ফ্রি-তে দিচ্ছেন সোনু সুদ, নেবেন না’কি?

বর্তমানে ভারতবর্ষে ফাইভজির যুগ চলছে। তবুও এই মুহূর্তে অনেকেই ফোরজি ব্যবহার করছেন। এরইমধ্যে বলিউড অভিনেতা সোনু সুদ আবার ঘোষণা করে দিলেন যে তিনি অতি শীঘ্রই ভারতবর্ষে ১০ জি পরিষেবা দিতে চলেছেন! সোনু এই টুইট পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

ঘটনাটি আসলে কি ঘটলো? যেখানে সারা বিশ্বজুড়ে বর্তমানে কেবল ফাইভজি পর্যন্ত ইন্টারনেট স্পিড পাওয়া যায় সেখানে সনু কিভাবে এবং কোথা থেকে টেন জি পরিষেবা দেবেন? ব্যাপারটির খোলাসা হল সোনুর ওই পোস্টেই। আসলে করোনাকালের সোনু যেভাবে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তাতে সকলেই তাকে নিয়ে গর্বিত। এমতাবস্থায় অনেকেই বিভিন্ন ভাবে সোনুকে সম্মান জানাচ্ছেন।

জনৈক নেটিজেন মোবাইলের ছোট্ট সিম কার্ডের উপরে তিনি নিজে হাতে ফুটিয়ে তুলেছেন সোনুর ছবি। আর সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সোনু সুদ ক্যাপশনে লিখেছেন ‘বিনামূল‍্যে ১০ জি নেটওয়ার্ক’! আর এই পোস্ট নিয়ে কার্যত হইচই পড়ে গিয়েছে নেট মাধ্যমে।

এমন মজার পোস্ট দেখে নেটিজেনরা বিভিন্ন রকম মন্তব্য করেছেন নেট মাধ্যমে। কেউ লিখেছেন চিন তো ৬ জি স‍্যাটেলাইট লঞ্চ করে দিয়েছে ইতিমধ‍্যেই। আপনি কিছু একটা করুন! কেউ আবার লিখেছেন এবার আর অন্যান্য টেলিকম সংস্থাগুলি পাত্তা পাবেনা।