Home অফবিট দুই শালিক দেখলেই শু’ভ! কিন্ত এক শালিক দেখলেই কেন দিনটি খা’রা’প? কোথা...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দুই শালিক দেখলেই শু’ভ! কিন্ত এক শালিক দেখলেই কেন দিনটি খা’রা’প? কোথা থেকে এ’লো এই ধা’র’ণা?

আমাদের মনে ছোট ছোট অনেক কুসংস্কার রয়েছে যার মধ্যে অন্যতম হলো, এক শালিক দেখলে দিন খারাপ হয়ে যায়।। কিন্তু শালিক পাখি যে একেবারে খারাপ তা কিন্তু নয়। কারণ দুটি শালিক দেখলেই আমাদের দিন ভালো হয়ে যায় এমন ধারণা পোষণ করি আমরা।

আমাদের মধ্যে আবার অনেকেই এক শালিক দেখলে যতক্ষণ না দুটি শালিক দেখতে পাই ততক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকি। খালি মনে হয় এক শালিক দেখলে নিশ্চয়ই কোন বিপদ ঘনিয়ে আসবে আমাদের জীবনে। এই কুসংস্কার কি আদৌ ঠিক চলুন একবার আলোচনা করে নেওয়া যাক।

বাদামী রঙের মাঝারি আকৃতির একটি পাখি শালিক। অনেকেই শালিক পাখিকে ভারতীয় ময়না বলে চেনে। গ্রাম বাংলার প্রকৃতির বুকে অনেক শালিক পাখির আনাগোনা দেখতে পাওয়া যায়।

আরো পড়ুন: বি’য়ে’র ব্যাপারে রাশি ও গণ মে’লা’নো কতটা যুক্তিযুক্ত?

শহরাঞ্চলেও দেখতে পাওয়া যায় এই পাখি। বিশ্বের বিভিন্ন দেশে খুব পরিচিত এই শালিক পাখি। এই শালী পাখি নিয়ে প্রচলিত একটি সংস্কার আমাদের মনে সবসময় কাজ করে যা শুভ-অশুভের মধ্যে দোলাচলে রয়ে যায়।

কিন্তু বিজ্ঞান বলেই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। আধুনিক সমাজে কুসংস্কার বলে আখ্যা দেয়। আসলে এই কুসংস্কারের কোন ভিত্তি নেই।বহু বছর ধরে এই কুসংস্কার চলে আসছে আমাদের মনে। সকালে উঠে কেউ এক শালিকের দর্শন পেল এবং সেই ব্যক্তির সঙ্গে খারাপ ঘটনা ঘটলো অমনি তার মনে হলো যে এক শালিক দেখার ফলে এই ঘটনা ঘটেছে।

আবার অন্যদিকে দুই শালিক দেখার ফলে কোন ঘটনা যদি ভালো হয়ে যায় তখনই আমাদের মনে হয় যে দুই শালিক দেখলে সেই ঘটনা ঘটল যা আমাদের কাছে ছিল একেবারেই অপ্রত্যাশিত।

আরো পড়ুন: কিসের ছবি এটি? মাছ না গাধা? এই মুখেই লু’কি’য়ে আ’ছে আপনার উত্তর

কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে এসেছে এই কুসংস্কার? যদি শালিক পাখির সঙ্গে শুভ-অশুভের আদৌ কোনো যোগসূত্র রয়েছে কিনা নাকি শুধুমাত্র প্রচলিত এই কুসংস্কার এসেছে মানুষের মনে তা নিয়ে কোনো তথ্য এখনো পর্যন্ত জানা যায় নি।

তবে প্রাচীন পুঁথিতে উল্লেখ করা হয়েছে, কিছু প্রাণী অথবা পাখির সঙ্গে মানুষের ভাগ্যের চাকা ঘুরে যাওয়ার সম্পর্ক থাকে। আসলে ভবিষ্যতে মানুষের সঙ্গে কি ঘটনা ঘটে যাবে তা আমরা কেউ জানতে পারি না। কিন্তু অজানা আশঙ্কায় আমাদের মন সব সময় বিচলিত হয়ে থাকে আর তার থেকে তৈরি হয়ে যায় কুসংস্কার।