সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: ব্যাংক সার্ভারের স’ম’স্যা হওয়ায় কোটিপতি, ৭৬ লক্ষ টা’কা খরচ করলেন দম্পতি

রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছিলেন এক পেট্রোল পাম্পের কর্মচারী। তবে সুখ কপালে সইলো না। উপরন্তু ব্যাংকের টাকা বেআইনিভাবে ব্যবহার করার অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হতে হলো তাকে এবং তার স্ত্রীকে। ব্যাংকের সার্ভারের প্রবলেমের কারণে কোটি টাকা ঢুকে গিয়েছিল তার একাউন্টে। বিষয়টি নজরে আসতেই চেপে গিয়েছিলেন তিনি।

ঘটনাটি ঘটেছে লখনৌতে। জানা যাচ্ছে ওই পেট্রোল পাম্পের কর্মচারী একাউন্টে কেবলমাত্র 1983 টাকা ছিল। তবে হঠাৎ করেই তার একাউন্টে এক কোটিরও বেশি টাকা ঢুকে যায়। আচমকা এত বিপুল পরিমাণ টাকার মালিক হয়ে গিয়ে তিনি কার্যত হতভম্ব হয়ে পড়েন। এই বিষয়ে ব্যাংক আধিকারিকদের কিছু জানাননি তিনি।

In Lucknow, only 1983 rupees were in the account of the couple, suddenly became a millionaire; 76 lakh spent in five days

রাতারাতি কোটিপতি হয়ে যাওয়াতে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। তড়িঘড়ি কেনাকাটা শুরু করে দেন। প্রায় 76 লক্ষ টাকা তুলে ফেলে তা দিয়ে দেদার কেনাকাটা করেন তিনি। অবশেষে তিনি ধরা পড়ে যায়‌ পুলিশের জালে। গোটা ঘটনাটি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসতেই তারা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন।

বিগত কয়েকদিনে একটি অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণে আর্থিক লেনদেন হয়েছে দেখে ব্যাংক তদন্ত শুরু করে। জানা যায় ব্যাঙ্কের সার্ভারে কিছু অসুবিধার কারণে ওই ব্যক্তির অ্যাকাউন্টের সঙ্গে লিংক হয়ে গিয়েছে। যার ফলে এক কোটি টাকারও বেশি টাকা ঢুকে গেছে গ্রাহকের অ্যাকাউন্টে। এরপরই ব্যাংক কর্তৃপক্ষ পুলিশের দ্বারস্থ হয়। বেআইনি আর্থিক লেনদেন করার অভিযোগে পুলিশ ওই ব্যক্তি এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে।