সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG, মাত্র ১.৫ কিমি দূরেই ২০ টাকা কমে মি’ল’ছে পেট্রোল, তেল কিনতে ভি’ড় পাম্পে

পেট্রোল-ডিজেলের ক্রমবর্ধমান দামে নিয়ন্ত্রণ আনতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পেট্রোপণ্যের উপর থেকে শুল্ক হার কমিয়ে দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। যদিও বর্তমানে পেট্রোল-ডিজেলের দাম দেশের প্রায় সব জায়গাতেই কমবেশি বেশি, তবে রাজস্থানের শ্রী গঙ্গানগরে এই মুহূর্তে পেট্রোলের দাম সবথেকে বেশি।

লিটার প্রতি পেট্রোলের মূল্য এখানে 116.23 টাকা। শ্রী গঙ্গানগর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে পেট্রোল পাওয়া যাচ্ছে মাত্র 96.76 টাকায়। মাত্র 4 মিনিটের দূরত্বে পেট্রোলের দাম কমে যাচ্ছে কুড়ি টাকা। তাই এই পথ অতিক্রম করে ওই এলাকাতে পেট্রোল কিনতে ভিড় জমাচ্ছেন সকলে।

এছাড়াও আবার বিহারের সিওয়ান মাইরওয়াতেও পেট্রোলের দাম 107.62 টাকা হয়েছে। সেখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের দেউরিয়ার সোহানপুরে পেট্রোলের দাম মাত্র 95.01 টাকা। দিল্লি এবং নয়ডাতেও ক্ষেত্রে ফারাকটা লক্ষ্য করা যাচ্ছে। বিহার ও ঝাড়খণ্ডের ক্ষেত্রেও এমনটাই চোখে পড়ছে।

আসলে কেন্দ্রীয় সরকার শুল্ক হার কমানোর পর বিজেপি শাসিত বেশকিছু রাজ্য পেট্রোলের উপর থেকে রাজ্য সরকারের তরফ থেকে শুল্ক হারে ছাড় দিয়েছে। এমতাবস্থায় বিরোধী দল দ্বারা পরিচালিত রাজ্যগুলি পেট্রোলের উপর থেকে শুল্ক কমায়নি। তাই পাশাপাশি দুটি রাজ্যে এই পার্থক্যটা বেশ লক্ষ্য করা যাচ্ছে।