সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: ২ ঘ’ন্টা’য় ৬৭০ কি’মি প’থ তীর্থযাত্রীদের নি’য়ে ছু’ট’বে বুলেট ট্রে’ন

বুলেট ট্রেন চালু হলেই ৬৭০ কিলোমিটার পথ যাওয়া যাবে মাত্র দুই ঘণ্টায়। কি বিশ্বাস হচ্ছে না তো!! এই ট্রেনের গতিবেগ হবে ঘণ্টায় সাড়ে তিনশো কিলোমিটার। রেলের পরিকল্পনা অনুযায়ী তীর্থযাত্রীরা বুলেট ট্রেনে চেপেই দিল্লি থেকে সোজা অযোধ্যা রামমন্দির অব্দি যেতে পারবেন- এমনই প্রস্তাব রাখা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।

কেন্দ্রের এই প্রস্তাব মূলত আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে উত্তর প্রদেশের অযোধ্যাকে স্থান দিতে।এই প্রস্তাব বাস্তবায়িত করতে খরচ হতে পারে ২০০ লক্ষ কোটি টাকা। এখন এই পথ গাড়িতে যেতে ১৪ থেকে ১৫ ঘণ্টা সময় লাগে। সেক্ষেত্রে যাত্রীরা যদি ট্রেনে যান তাহলে কিছুটা সময় অবশ্যই বাঁচাতে পারেন। তবে ১০ ঘণ্টার কমে দিল্লি থেকে অযোধ্যা পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়। এই প্রস্তাব বাস্তবায়িত হলে সময় লাগবে মাত্র ২ ঘন্টা।

সূত্রের খবর ন্যাশনাল high-speed রেল কর্পোরেশন এই দিল্লি অযোধ্যা বুলেট ট্রেন প্রজেক্টের বরাত পেতে পারে। রেলওয়ে উচ্চপদস্থ আধিকারিকরা এই পর্যটনের জন্য জমিও বাছাই করে ফেলেছেন। ট্র্যাক নির্মাণের জন্য ইতিমধ্যে খোঁজখবর নেওয়া শুরু হয়ে গিয়েছে।