সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শ্যুটিংয়ের পর নায়িকাদের দা’মি পোশাক গু’লো কি করা হয়?

সিনেমা বরাবরই যেন আমাদের কাছে এক স্বপ্নের দুনিয়া। তার গল্প থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ আমাদের কাছে সেই স্বপ্নে দেখা রাজার জগতের মতো।

নায়ক নায়িকাদের মতো মেকআপ, স্টাইল, পোশাক পরিচ্ছদ কেই না চাই, তবে কখনো ভেবে দেখেছেন কি পোশাক গুলি তাদের একবার ব্যবহারের পর কী হয়? মনে পড়ে চান্না মেরেয়া গানে অনুস্কার সেই বিয়ের সাজ কিংবা আলিয়া ভাটের রাধা গানের সেই লেহেঙ্গা।

রামলীলা ছবিতে দীপিকার সেই অভূতপূর্ব কস্টিউম। যোদ্ধা আকবরের ঐশ্বর্য রাই এর অসাধারণ সেই লেহেঙ্গা।এই সমস্ত পোশাকের দাম কোটি ছুই ছুই। কিন্তু একবার ব্যবহারের পর পোশাক গুলির কোনো চিহ্ন পাওয়া যায় না।

আরো পড়ুন: ৯ মার্চের আ’গে অনলাইনে আবেদন করে নিন, দশম শ্রেণী পা’শে’ই ব্যাংকে চাকরি

তাহলে বহুমূল্য পোশাক গুলির শেষ গতি কি হয়? আসলে শুটিং শেষ হওয়ার পর প্রোডাকশন হাউসে পোশাক গুলি রাখা থাকে। পরর্বতীতে কোন ছবিতে পার্শ্বচরিত্রে পড়তে দেওয়া হয় বা কোন সিরিয়ালে ব্যবহৃত হয়।

অনেক সময় পচ্ছন্দের পোশাক গুলি অভিনেতা বা অভিনেত্রীরা নিজেদের কাছে রেখেদেন। শত ফ্যাশন ডিজাইনার এর চেষ্টায় লাখ টাকা খরচ করে বানানো পোশাক গুলি নিলামে ও দেওয়া হয়।