সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১ জুলাই থেকে অফিস টাইমিং-এ বদল ঘ’ট’বে! জানুন কি পরিবর্তন ঘ’ট’তে চলেছে

গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে সাধারণ নিয়মে প্রতি মাসের 1 তারিখে পরিবর্তিত হয়। সেক্ষেত্রে 1 জুলাইতেও এই LPG-র দাম পরিবর্তন হতে পারে। 1 জুলাই থেকে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারীরা বড়সড় ধাক্কা খেতে চলেছে।

আগামী মাস থেকে সমস্ত ক্রিপ্টো লেনদেনে 1 শতাংশ TDS দিতে হবে। লাভ বা ক্ষতি যাই হোক না কেন, ক্রিপ্টো লেনদেনে 1 শতাংশ TDS দিতে হবে।

যদি কোনও ব্যক্তি এখনও আধার-প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন, সেক্ষেত্রে তার হাতে আর মাত্র 6 দিন সময় রয়েছে। দ্রুত PAN-এর সঙ্গে Aadhaar লিঙ্ক করতে হবে। আধার প্যান লিঙ্ক করার শেষ তারিখ 30 জুন।

আরো পড়ুন: টা’কা ইনকাম করতে হলে অন্য কা’জ করবো, আমাদের আসল ল’ক্ষ্য দেশসেবা, যুবকদের ভিডিও ভাইরাল

জুন মাসের মধ্যে এই কাজ করতে হলে 30 জুনের মধ্যে Pan Aadhaar Link করলে 500 টাকা জরিমানা দিতে হবে। এরপর না হলে 1000 টাকা ফাইন গুনতে হবে। আগামী মাস থেকে AC দামি হতে চলেছে।

জুলাই মাসের 1 তারিখ থেকে প্রতিটি AC-র রেটিং একটি করে স্টার কমে যাবে। যাতে আরও বিদ্যুৎ খরচ কম হয়, সেই জন্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এই AC-র পরিবর্তনে প্রযুক্তিগত বেশ পরিবর্তন হবে। সেক্ষেত্রে AC-র দামও বেড়ে যাবে। শ্রম আইন দেশে খুব শীঘ্রই লাগু হতে চলেছে।

নয়া শ্রম আইন সবকিছু ঠিক থাকলে 1 জুলাই থেকেই চালু হবে। এরফলে কর্মীদের দৈনিক 11 থেকে 12 ঘণ্টা কাজ করতে হতে পারে। তার বদলে সপ্তাহে তিন দিন মিলতে পারে ছুটি। এছাড়া, PF-এ অবদান বাড়িয়ে, হাতে আসতে পারে কম টাকা।