সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এখন একটি বাসেই পৌঁছে যান কলকাতা টু ভুটান! ভাড়া ও সময়সূচী জেনে নিন

আমাদের ভারতের আশেপাশের মধ্যে কত জায়গা রয়েছে যা দারুন দর্শনীয় স্থান তার মধ্যে নেপাল ও ভুটান অন্যতম। কিন্তু বেড়াতে যাব ভাবলেই বেশিরভাগ লোক ট্রেনের উপরই ভরসা করে। টিকিট পেলে ভালো নয়তো যাওয়া আর হয়ে ওঠে না। আর প্লেনে সবার যাওয়ার মত পকেটের জোড় থাকে না।

আর তাই এই অসুবিধের কথা চিন্তা করে কলকাতা বাস ও পিডিয়া’র তথ্য অনুযায়ী, কলকাতা থেকে ভুটান যাওয়ার জন্য বাস ছাড়া হবে বলে জানা যাচ্ছে। এখন এক বাসেই কলকাতা থেকে পৌঁছনো যাবে ভুটানে। জানা গিয়েছে, সপ্তাহে তিন দিন চলবে এই বাস।

যাত্রীর পাশাপাশি নির্দিষ্ট অর্থের বিনিময়ে জিনিসপত্রও পাঠানো যাবে ভুটানে। এই বাসটি কলকাতা থেকে ছাড়বে এবং তা যাবে ফুন্টশিলিং পর্যন্ত। জানা গিয়েছে, এই বাসটি কলকাতা থেকে ছাড়বে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে।

এরপর তা কৃষ্ণনগর,মালদা, রায়গঞ্জ, ইসলামপুর, শিলিগুলি, ধুপগুড়ি, বীরপাড়া, হাসিমারা, জয়গাঁ হয়ে পৌঁছবে গন্তব্যে। এই বাসটি ছাড়ার সময়কাল হলো ফুন্টশিলিং থেকে এই বাস ছাড়ে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। অন্যদিকে, কলকাতা থেকে এই বাস ছাড়ে সোমবার, বুধবার এবং শুক্রবার।

আরো খবর: এই কয়েকটি রোগ থাকলে ট্রেন ভা’ড়ায় মিলবে ৭৫ শতাংশ ছা’ড়, জানুন বি’শ’দে

কত ভাড়া ধার্য হয়েছে বাসের আসুন জেনে নেওয়া যাক। একজন যাত্রীর জন্য খরচ ১২৬০ টাকা। পাশাপাশি কোনও ভারী বস্তু পাঠানোর ক্ষেত্রেও এই বাস ব্যবহার করা যেতে পারে। প্রতি কেজি ভাড়া ধার্য করা হয় ১১ টাকা, এমনটাই জানানো হয়েছে। তবে এই বাসটি পেতে আগে থেকে বুক করতে হবে।

এই বাসে স্বাভাবিকভাবেই যাত্রীদের চাপ থাকে। সপ্তাহে তিন দিন তা চলাচল করে। এই বাসে যাতায়াতের ক্ষেত্রে অগ্রিম টিকিট কেটে রাখতে হবে। এই নম্বরগুলি হল- 9831720574, 97517766997। বাসের অগ্রিম টিকিট বুকিং থেকে শুরু করে , সময়, ভাড়া সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে এই নম্বরগুলিতে ফোন করলেই।

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ দিনের করোনা নামক মহামারীর কারণে ইন্দো – ভুটান দরজা বন্ধ ছিল। যেটা গত ২৩ সেপ্টেম্বর মাসে ভারতীয় পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় ফুন্টশেলিংয়ের ইন্দো-ভুটান দরজা। তাই এখন বাস ট্রেন সব কিছুর মাধ্যমেই অনায়াসেই চলে যেতে পারবেন ভুটান।