সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গতকাল টেট দিয়েছেন? কবে বের হবে রে’জা’ল্ট জেনে নিন

প্রাথমিকের টেট পরীক্ষা হয়েছিল এই রবিবার। এদিন পর্ষদের তরফে পরীক্ষায় একাধিক কড়া নিয়েম ছিল । পরীক্ষার হলে ব্যবস্থা খতিয়ে দেখতে নিজে পরিদর্শন করতে গিয়েছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তির সৃষ্টি হলেও পর্ষদের মতে শান্তিতেই সম্পন্ন হয়েছে এবারের টেট পরীক্ষা।

পরীক্ষা সমাপ্তের পর এখন সকলের নজর রেজাল্টের দিকে। তা নিয়েও এদিন বার্তা  দিয়েছেন পর্ষদ সভাপতি  গৌতম পাল।এদিন পর্ষদ সভাপতি বলেন, পর্ষদ খুব তাড়াতাড়ি ফল প্রকাশ করবে এইটুকু বলতে পারি৷ মডেল উত্তরপত্র আমরা পাবলিশ করব৷

রবিবার বিকেলে পরীক্ষা শেষে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি সাংবাদিক বৈঠকে জানান, আমি ৩০ বছরের শিক্ষা প্রকাশকের জীবনে এত স্বচ্ছ্ব পরীক্ষা দেখিনি।

আরো খবর: আজ সোমবার, জেনে নিন দিনটিতে আপনার জন্য কি অপেক্ষা করছে, রইলো রাশিফল (12.12.2022)

কারও কোনও সমস্যা হয়ে থাকলে তার জন্য দায়ী আমি। তিনি জানান, এবার ৬ লক্ষ ১৭ হাজার ৪৭৩ জন পরীক্ষা দিয়েছেন। তার মধ্যে ১০,৬০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন।