সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়ি ছা’ড়া’র নোটিশ ব্যাংকের, মাত্র ৩ ঘন্টা আগে কা’টা লটারিতে ৭০ লক্ষ পেলেন মাছ বিক্রেতা

তিন ঘন্টায় বদলে গেল জীবন। ঘটনাটি কেরালার এক মাছ বিক্রেতার। লটারি জিতে রাতারাতি তিনি ফকির থেকে রাজা হয়ে গেলেন। তিনঘন্টা আগেই যেখানে পেয়েছিলেন বাড়িছাড়া নোটিশ, সেখানে তিন ঘন্টার মধ্যেই জীবনের সব হতাশা মুহূর্তে বদলে গেল হাসিতে। এটি শুনে অনেকেই বলবেন গল্প কথা কিন্তু এটি বাস্তবে জীবনের কাহিনী।

কেরালার কোল্লামের মাছ বিক্রেতা পুকুঞ্জুর জীবন কাহিনী এটি। এমনি লটারির প্রতি তার খুব একটা আগ্রহ ছিল না, তবে পুকুঞ্জুর বাবা একটা সময় নিয়মিত লটারি কাটতেন আর এই লটারিটি পুকুঞ্জু বেশ কিছুদিন আগেই আচমকা কাটেন। ভাবতে পারেননি এইভাবেও ভাগ্য ফিরবে তাঁর।

এ যেন ঠিক ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো বিষয়। স্ত্রী মমতাজ ও দুই সন্তানকে নিয়ে তাঁর কষ্টের সংসার। মাছ বিক্রি করে কোনরকমে দিন চলে যায়। তার উপরে ৯ লাখ টাকার ঋণের বোঝা ছিল মাথার ওপরে। তবে তাঁর মনের জোর ছিল একদিন এই মাছ বিক্রি করেই সে সমস্ত ধার শোধ করে দেবে।

আরো পড়ুন: অভিনেত্রীদের চেয়েও বেশি সু’ন্দ’রী “কপিল শর্মা” খ্যা’ত চান্দুর স্ত্রী! রইলো ছ’বি

আচমকা এই লকডাউন ও কোভিদ মহামারীর প্রকোপে সবটাই ধুলিস্যাৎ হয়ে যায়। যে কারণে ব্যাংকের ঋণ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে ৯ লাখ হয়ে দাঁড়ায় ১২ লাখে। একটা সময় নিজের ভিটে মাটি হারিয়ে সর্বহারা হতে বসেছিল তিনি যে কারণে ব্যাংক থেকেও তাঁকে নোটিশ দেয়া হয় নিজের ভিটেমাটি ছেড়ে চলে যাওয়ার জন্য কিন্তু আচমকাই ঘটে গেল তাঁর জীবনের সেই আমূল পরিবর্তন। লটারিতে জিতলেন ৭০ লাখের পুরস্কার যা দিয়ে শুধুমাত্র ভিটেমাটিই ফিরে পেয়েছেন তা নয় জীবনেরও ঘটে গেছে আমূল পরিবর্তন। যে ঘটনা রূপকথার গল্প কেউ হার মানাবে।