সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অবাস্তব নয় একদম স’ত্যি! ১৮ গ্রাম সোনা বে’র হ’লো গরুর গোবর থেকে, মা’লি’ক হলেন মালামাল

গ্রামে গঞ্জের মানুষেরা গরু পোষেন। ভারতে গরুকে মায়ের মত পূজা করা হয়। হিন্দু রীতিনীতিতে গরু পবিত্র প্রাণী। বেশকিছু পূজা-পার্বণের গরুর পূজা করা হয়। গরুকে ভালোভাবে সাজিয়ে তার পূজা-অর্চনা করার রীতি নীতি আজও মেনে চলেন গ্রামাঞ্চলের মানুষেরা। এমনটা করতে গিয়েই ঘটে যায় বিপত্তি। কর্নাটকের একটি কৃষক পরিবারে পুজো করার আগে গরু এবং বাছুরকে ফুলের গয়নার পাশাপাশি সোনার গয়না পরিয়েছিলেন।

পুজোর পরে তারা সোনার চেইন খুঁজে পাচ্ছিলেন না। তখন তাদের সন্দেহ হয় এবং পরে তারা নিশ্চিত হন যে ফুলের মালাটার সঙ্গে সোনার চেন গিলে খেয়ে ফেলেছে ওই গরু। তারপরেই কার্যত হুলুস্থুল পড়ে যায় কৃষক পরিবারে।গরুর গোবরের মাধ্যমে সোনার চেইন ফেরত পাওয়ার আশায় তারা গোবরের উপর নজর রাখতে থাকেন। পরে চিকিৎসক এসে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে জানিয়ে দেন গরুটি সোনার চেইন গিলে ফেলেছে।

এই চেন কিভাবে গরুর পেট থেকে বার করা সম্ভব তা ভেবে অস্থির হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে অবশ্য চিকিৎসকের সৌজন্যে স্ক্যান করে গরুর পেট থেকে চেন বের করা সম্ভব হয়। এরপর সকলে লক্ষ্য করেন কুড়ি গ্রাম ওজনের ওই সোনার চেন দু গ্রাম কমে 18 গ্রামের হয়ে গিয়েছে। যদিও তা নিয়ে অবশ্য চিন্তিত নন ওই গরুর মালিকরা। সোনার চেন ফিরে পাওয়াতে তারা বেশ খুশি। এইভাবে চেন ফিরে পেতে তাদের কম কষ্ট করতে হয়নি।