সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শত্রুর অ’ত্যা’চা’রে অ’তি’ষ্ট? এই বিশেষ টো’ট’কা’য় দমন করুন শত্রু

শত্রুর ভয় নেই, এমন মানুষ কি আছে? খুঁজলে পাওয়া খুবই শক্ত, যার কিনা শত্রুর ভয় নেই। তবে এই শত্রুর ভয় নিয়ে কি সারাজীবন বেঁচে থাকা যায়? শত্রুকে আমরা এত ভয় পাই কেন? কারণ একটাই যদি শত্রু আমাদের কোনো ক্ষতি করে দেয়, শত্রু তারা এই ক্ষতি হওয়ার প্রবণতা মানুষের জন্মছক দেখেই স্পষ্ট বোঝা যায়। কারো ক্ষেত্রে ক্ষতির পরিমাণ বেশি বা কারো ক্ষেত্রে ক্ষতির পরিমাণ কম।

শত্রু বলতেই যে ঘরের বাইরের লোক তা কিন্তু নয়, অনেক সময় নিজের ঘরের মানুষ ও শত্রু হয়ে ওঠে অজান্তে। তাই জোর দিয়ে কোন কিছুই বলা সম্ভব নয়। অনেক সময় দেখা যায় বাইরের শত্রু থেকে বাঁচা গেলেও ঘরের ভেতরের শত্রু থেকে বাঁচা মুশকিল হয়ে ওঠে। তাই সর্বদা সাবধানতা অবলম্বন করা উচিত কিন্তু, এর জন্য রয়েছে সঠিক টোটকা ও নিয়ম। এই সবকিছু মেনে চললেই শত্রু থেকে মুক্তি পাওয়া সম্ভব।

টোটকা যেটা করতে দরকার হবে যজ্ঞ ডুমুরের চারটি ডাল, এই ডালগুলো মাপে আঙ্গুলের মতো হলেই চলবে। প্রথমে যা করতে হবে, ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটি পরিষ্কার জায়গায় রাখতে হবে। এরপরে শুদ্ধ জামা কাপড় পড়ে শুদ্ধ আসনে বসে মন্ত্র জপ করতে হবে। সমস্ত কাজ শেষ হওয়ার পর এই চারটি ডাল আপনার শত্রুর বাড়ির সামনে গেঁথে দিতে হবে। তবে হ্যাঁ মনে রাখবেন, এই কাজ করতে যেন কেউ আপনাকে না দেখতে পায়। মন্ত্র —  শ্রীহনুমতে নমঃ এটি ১০৮ বার জপ করে কাজটি করতে হবে।