সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মর্মান্তিক! উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের আনন্দে গঙ্গায় স্না’ন করতে গি’য়ে ত’লি’য়ে গে’ল দুই পরীক্ষার্থী

উচ্চমাধ্যমিক শেষে বাঁধন ছাড়া আনন্দে গঙ্গায় স্নান করতে নেমেছিল ৪ কিশোর। তার পরই ঘটে গেল বড় দুর্ঘটনা। গঙ্গায় চারজন স্নান করতে নামলেও ঘরে ফিরলেন মাত্র দুজন। বুধবার সন্ধে পর্যন্ত নিখোঁজ দুই কিশোর। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, গঙ্গা স্নান করতে নেমে তলিয়ে গিয়েছে তারা।

দুই যুবক অন্য আরেকটি ঘটনায় শেওড়াফুলিতে তলিয়ে গিয়েছে। তপসিয়ার বাসিন্দা চার বন্ধু। চারজনই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। এদিনই ছিল শেষ পরীক্ষা।

স্কুল থেকে ফিরে আনন্দে মেতেছিল তারা। তীব্র গরম থেকে রেহাই পেতে এদিন বিকেলে বাজে কদমতলা ঘাটে স্নান করতে নেমেছিল তারা। তাদের মধ্যে দুজন তলিয়ে গিয়েছে বলে খবর।

আরো পড়ুন: ধোনির ফার্মহাউজে পৌঁ’ছে গে’ল ২ হাজার কড়কনাথ মুরগি, কি করবেন এ’তো মুরগি দিয়ে?

নিখোঁজ দুই কিশোরের নাম ইসরাফেল আলি এবং মহম্মদ বেলেল। তাদের খোঁজে চলছে তল্লাশি। অন্যদিকে এদিন দুপুরে শেওড়াফুলি ছাতুগঞ্জের ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় দুই যুবক। ঘাটে স্নান করতে নামা এক তরুণীর উপস্থিত বুদ্ধির জোরে প্রাণে বেঁচে যান আরেক যুবক লক্ষিন্দর সিং।

তলিয়ে যাওয়া ওই দুই যুবক প্রদীপ সিং ও রেখ সিং রাজস্থানের খাটুর বাসিন্দা। তিন যুবকই শ্রীরামপুরের রাজ্যধরপুর একটি কারখানায় কাজ করতেন। এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ শেওড়াফুলি ছাতুগঞ্জের ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তিন যুবককে তলিয়ে যেতে থাকে।