সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতা গঙ্গার ঘা’টে কোথায় হ’বে আরতি? জায়গা বে’ছে নি’লো কলকাতা পুরসভা

বারাণসীর মতো গঙ্গা আরতি কলকাতাতেও হোক এমন আশা করেছেন মুখ্যমন্ত্রী। আর সেই কারণেই ইতিমধ্যে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই চিন্তা ভাবনাকে বাস্তবায়িত করার জন্য উঠে পড়ে লেগেছে। গঙ্গারতির জন্য কোন ঘাটকে বেছে নেওয়া হবে সেটা খোঁজার জন্য ইতিমধ্যেই কাজে লেগে গেছে কলকাতা পৌরসভা।

পৌরসভার অফিসাররা গঙ্গা আরতির জন্য বড় ঘাটের খোঁজ করছেন। ইতিমধ্যেই নাকি চারটি ঘাট বাছা হয়েছে, তবে সেই সমস্ত ঘাট মুখ্যমন্ত্রীর পছন্দ হতে হবে। পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিসাররা ইতিমধ্যে কয়েকটি ঘাট পরিদর্শন করেছে।

প্রাথমিকভাবে পছন্দ করা হয়েছে ঘাট গুলি যার মধ্যে অন্যতম কদমতলা ঘাট, নিমতলা ঘাট, মিলেনিয়াম পার্কের ঘাট এবং আহিরীটোলা ঘাট। তবে প্রধান বিষয় মুখ্যমন্ত্রীর পছন্দ সই হওয়া দরকার। সমস্যা কিন্তু এখানেই দূর হচ্ছে না কারণ, মুখ্যমন্ত্রীর মতামত অনুযায়ী আরতি ঘাটে মন্দির থাকতে হবে।

আরো খবর: মা’রা যান নি বিক্রম গোখলে, তিনি এখনো বেঁ’চে আছেন, জানালো অভিনেতার পরিবার

আর এই মন্দির প্রিন্সেপ ঘাট থেকে রাসমণি ঘাট পর্যন্ত নেই , এদিকে বাবুঘাট আবার সেনাদের অন্তর্গত। তাই মনে করা হচ্ছে নিমতলা ঘাট কিংবা আহিরিটোলা লঞ্চ ঘাট উপযুক্ত হবে। সেখানে নামকরা মন্দির রয়েছে, সমস্ত দিক বিচার করে সেখানে আরতি শুরু করা সম্ভব। তবে সেখানে শিল-মোহর পরে কিনা সেটাই এখন দেখার।