সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এশিয়ার সে’রা ২০ মহিলা ব্যবসায়ীর মধ্যে স্থা’ন হলো ৩ ভারতীয়র, রয়েছেন একজন বাঙালি

এশিয়ার সবচেয়ে ক্ষমতাশালী ব্যবসায়ী/ব্যবসায় যুক্ত মহিলাদের তালিকায় স্থান পেয়েছেন ভারতের ৩ উদ্যোক্তা। ফোর্বসের এশিয়াস পাওয়ার বিজনেস ওমেন ২০২২ তালিকায় নাম উঠল ভারতের ৩ উদ্যোক্তার। তাঁদের মধ্যে একজন বাঙালি। সুযোগ ও সমর্থন পেলে মহিলারা ব্যবসার ক্ষেত্রে ইতিহাস গড়তে পারেন। তারই প্রমাণ করেছেন এই মহিলারা।

ভারতের ৩ উদ্যোক্তা আর সেই কারণেই এশিয়ার সবচেয়ে ক্ষমতাশালী ব্যবসায় যুক্ত মহিলাদের তালিকায় স্থান পেয়েছেন । ফোর্বসের এশিয়াস পাওয়ার বিজনেস ওমেন ২০২২ তালিকায় নাম এই মহিলাদের। তাঁদের মধ্যে একজন বাঙালি। বাঙালি তথা ভারতবর্ষের সকলের কাছেই এটি নিঃসন্দেহে অত্যন্ত গর্বের বিষয়।

এই মহিলারা বিশ্ব অর্থনীতি টালমাটাল অবস্থার মধ্যে বিরাট ব্যবসা নিপুণ হাতে সামলে চলেছেন । আর সেই কারণেই এশিয়ার এমন ২০ জন কৃতী মহিলার কথা তুলে ধরা হয়েছে এই তালিকায়। শুধু অভিনব ব্যবসা-ই নয়, সমাজ, মহিলাদের স্বাবলম্বী করে তোলার ভাবনাকেও কয়েক ধাপ এগিয়ে দিয়েছেন তাঁরা।

আরো পড়ুন: তৃণমূলের যুবরাজ অভিষেককে নি’য়ে শর্টফিল্ম বানালো TMCP

স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন সোমা মণ্ডল রয়েছেন এই তালিকায়। তাছাড়া পার্সোনাল কেয়ার ব্র্যান্ড মামাআর্থের সহ-প্রতিষ্ঠাতা গজল আলাঘ এবং এমকিউর ফার্মার একেজিকিউটিভ ডিরেক্টর নমিতা থাপার এই তালিকায় স্থান পেয়েছেন। পরের দুইজনই উদ্যোক্তা হিসাবে চূড়ান্ত সফল। সেই সঙ্গে শার্ক ট্যাঙ্কের মতো শো-এর মাধ্যমে নতুন ব্যবসায়ীদেরও সাহায্য করছেন তাঁরা।