সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার আ’স’ছে Samsung Wallet, কিভাবে হবে আ’র্থি’ক লেনদেন?

এবার ভারতে আসতে চলেছে samsung ওয়ালেট, ভারতসহ আরও কয়েকটি দেশে এই ওয়ালেট চালু হতে চলেছে। সংস্থার তরফ থেকে এই ওয়ালেট চালু করা হয়েছিল গত জুন মাসে। জানা যাচ্ছে এখন ২৫ টির বেশী দেশে এই ওয়ালেট চালু হতে চলেছে।

এই Samsung Wallet মূলত Samsung Pay এবং Samsung Pass পরিষেবাগুলির কম্বো, যা গ্রাহকদের ডিজিটালভাবে অর্থপ্রদান ও পাসওয়ার্ড সেভ করতে সাহায্য করবে। ভারতে এবার এই ডিজিটাল ওয়ালেট চালু হতে চলেছে চলতি মাসের শেষের দিকে।

এই Samsung Wallet ড্রাইভিং লাইসেন্সের মতো ইউজারদের আইডি সেভ করতে সক্ষম, সাথে এটি Samsung Pass হোস্ট করে, যা কোম্পানির নিজস্ব পাসওয়ার্ড ম্যানেজার হিসাবে কাজ করে, একই সঙ্গে ইউজারদের সেভ করে রাখা পাসওয়ার্ডের মাধ্যমে দ্রুত অ্যাপ এবং পরিষেবা অ্যাক্সেস করতে দেয়।

আরো খবর: শিক্ষক-ডাক্তার-ব্যাংকার নহে, এই পেশার মানুষদের কাছে বি’য়ে’র প্র’স্তা’ব সবচেয়ে বে’শি আসছে

জানা গিয়েছে Samsung Pay ভারতের ইউজারদের জন্য একটি জনপ্রিয় পেমেন্ট পরিষেবা।কারণ গ্রাহকদের মোবাইল ডিভাইসগুলোকে প্রথাগত পয়েন্ট-অফ-সেল টার্মিনালগুলির মাধ্যমে পেমেন্ট হার্ডওয়্যার হিসাবে ব্যবহার করার অনুমতি দেয়, মা দারুণভাবে আকর্ষণীয়।