সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারী বুট নয়, হিল প’রে’ই মহড়া শু’রু মহিলা সেনাদের! তু’মু’ল বি’ত’র্ক ইউক্রেন জু’ড়ে

কালো হিল জুতো পরে মহিলা সেনাদের পদযাত্রা করানোতে ব্যাপক সমালোচনার সম্মুখীন ইউক্রেন কর্তৃপক্ষ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক কিয়েভে সেনাবাহিনীর মহড়ার একটি দৃশ্য দেখেই কার্যত সারা বিশ্বের মানুষ ইউক্রেন কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন। সেই দৃশ্য দেখা যাচ্ছে যে মহিলা সেনাদের কালো রঙের হিল জুতো পরিয়ে পদযাত্রা করানো হচ্ছে। সেনার বুট জুতোর বদলে মহিলাদের এমন হিল জুতো পরিয়ে কেন পদযাত্রায় অংশগ্রহণ করানো হচ্ছে? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

এমন হিল জুতো পড়ে পদযাত্রায় অভ্যস্ত না হওয়ার দরুন ওই পদযাত্রা অংশগ্রহণকারী মহিলা সৈন্যদের বেশ ক্লান্ত বলে মনে হচ্ছিল। যার ফলে মহিলাদের এমন হিল জুতো পরিয়ে মার্চে অংশগ্রহণ করানোতে সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে ‌ ইউক্রেনকে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের এই মানসিকতাকে অনেকেই আবার মধ্যযুগীয় মানসিকতা বলে কটাক্ষ করেছেন। জনপ্রিয় ধারাভাষ‌্যকার ভিটালি পোর্টিনোকভ ফেসবুকে লিখেছেন, মহিলাদের অসম্মান করার জন্যই কার্যত এমনটা করেছে প্রতিরক্ষা বিভাগ।

মারিয়া শারপানোভা নামের আরেক ধারাভাষ্যকারের অভিযোগ, সেনা বিভাগে মহিলারা লিঙ্গ বৈষম্যের শিকার হচ্ছেন। যৌনতা ও স্ত্রী-বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেনা বিভাগে। প্রসঙ্গত, আজ থেকে প্রায় ৩০ বছর আগে সোভিয়েত ইউনিয়ন ভেঙে ইউক্রেন স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায়। আগামী মাসেই সেই স্বাধীনতার বর্ষপূর্তি। যে কারণে সেনাদের কুচকাওয়াজে অংশগ্রহণ করানোর মহড়া হচ্ছিল। সেই মহড়াতে অংশগ্রহণ করেছিলেন মহিলারাও।

ক‌্যাডেট ইভানা মেডভিড জানিয়েছেন, এই প্রথম হিল জুতো পড়ে মহড়া দিতে হলো তাদের। এমন জুতো সেনাদের জুতোর থেকে অনেক বেশি শক্ত এবং ভারী। যে কারণে তাদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। মহিলা সৈন্যদের প্রতি এমন বিরূপ মনোভাব প্রদর্শনের জন্য ইউক্রেন সরকারেরকে কটাক্ষ করছে