সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পরপর ভূমিকম্পে কাঁ’প’ছে উত্তর ভারত, সাতসকালে ঝ’ট’কা খে’লো হিমাচল

২০২২ এর শেষ থেকেই ভূমিকম্পের জেরে বারবার কেপে উঠেছিল ভারত। কখনো দিল্লি আবার কখনো মানালি ভূমিকম্পের রেশ যেন কাটতেই চাইছে না কোন ভাবে। আবারো ভূমিকম্প এবার কেঁপে উঠলো হিমাচল প্রদেশ। শীতের ভোরে হঠাৎ থরথরিয়ে কেঁপে উঠলেন হিমাচলের পাহাড়ি মানুষগুলো। ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.২।

ন্যাশনাল সেন্টার ফর সিক্সমলজি জানাচ্ছে শনিবার ভোর ৫ টা ২৭ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ১৪ই জানুয়ারি ভোরের হিমাচল প্রদেশের ধর্মশালা শহরে মৃদু ভূমিকম্প অনুভব করা যায়। সূত্রের খবর ধর্মশালা থেকে ২২ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল।

কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলের ৩.২। শনিবার সকালে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে এই মর্মে একটি টুইট করা হয়। সেই ট্যুইটেই এই ভূমিকম্পের কথা জানানো হয়। যদিও এই ভূমিকম্পে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা যায়নি তবে মনে করা হচ্ছে হতাহতের কোন খবর নেই।

আরো খবর: বন্ধুর ভালোবাসা বাঁ’চা’তে বো’মা রাখা নিয়ে ভু’য়ো ফোন! হু’ল’স্থু’ল কা’ন্ড

পাহাড়ের কেন্দ্রস্থলে সবচেয়ে বেশি ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়। তখন ঘুমিয়ে ছিল পাহাড়বাসি এমন সময় আচমকাই কেঁপে ওঠে হিমাচল। এদিকে এই ভূমিকম্পের ফলে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে হিমাচলের ধর্মশালা সহ পার্শ্ববর্তী অঞ্চল গুলিতে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন ভবিষ্যতে এই ভূমিকম্প আবারও হতে পারে এখনো আফটার শখের তীব্রতা অনুভব করা যায়নি। এদিকে গত বছরেও বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে হিমাচলের স্পর্শকাতর অঞ্চল গুলিতে।

গতকালই রাজধানী দিল্লিতে ভূমিকম্প হয়। তারপর আজ আবার হিমাচল। প্রকৃতি যে মাঝেমধ্যেই তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে তা বলাই বাহুল্য