সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফেসবুক-ইউটিউবে ভিডিও করে ক’ত রো’জ’গা’র করেন মদন মিত্র? জানালেন নিজেই

কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র রাজনৈতিক জগতের মানুষ হলেও, বর্তমানে তিনি এখন স্যোশাল মিডিয়ায় হিরো। তাঁর এক একটি ভিডিও, লাইভ, ডায়লগ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন অনেক মানুষ।

মদন মিত্রের মিষ্টি স্বভাবের কারণে পক্ষ বিপক্ষ, সব দলের মানুষের থেকেই সমান ভালোবাসা পান। ‘ও লাভলি’ থেকে শুরু করে ‘MM’, নেটপাড়ায় ‘ট্রাফিক জ্যাম’ তুলতে মদন মিত্রের জুড়ি মেলাভার। ফেসবুক, ইউটিউব এখন সর্বত্রই দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।

মদন মিত্রের ফেসবুকে ‘ফলোয়ার’ সংখ্যা রয়েছে ৬৬৪ হাজার। আবার কিছু ভিডিয়োতে তো কয়েক মিলিয়ন View পড়ে তাঁর।এতো পাবলিসিটির মধ্যে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে, ফেসবুক এবং ইউটিউব মাধ্যম থেকে ঠিক কতটাকা উপার্জন করেন মদন মিত্র?

সম্প্রতি মদন মিত্র এমন প্রশ্নের সম্মুখীন হয়ে বলেন, ফেসবুক এবং ইউ টিউবে Monetization বন্ধ করা আছে তাঁর। স্যোশাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওগুলোতে লক্ষ লক্ষ View হলেও, এখনও অবধি সেখান থেকে একটা টাকাও নেননি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আগে ইউটিউব থেকে এক একটি Views-র জন্য দিনে আট থেকে দশ হাজার টাকা দিতে চাইলেও, তা নাকচ করে দিয়েছিলাম।

এতদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি থেকে কিছু উপার্জন না করলেও, এবার ইউটিউব থেকে করব ভাবছি। আর সেই অর্থের সবটাই তুলে দেব অনাথ শিশুদের হাতে। নিজের জন্য কিছুই রাখব না। সবটাই নতুন বছরে অনাথ শিশুদের হাতে তুলে দেব। তবে ইতিমধ্যেই ইউটিউব মানিটাইজ করার বিষয়ে অনেকটা এগিয়েছি’।