সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ড্রাইভিং লাইসেন্স নিয়ে চিন্তা করতে হবে না, এবার থেকে বাড়িতেই পেয়ে যাবেন

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তারপরে ড্রাইভিং লাইসেন্সের যাবতীয় নিয়ম বদলে যাবে। ড্রাইভিং লাইসেন্স পেতে আর হয়রানির শিকার হতে হবে না বরং আপনার বাড়িতেই পৌঁছে যাবে এই লাইসেন্স। রাজ্য পরিবহন দপ্তর এমনটাই সিদ্ধান্ত নিয়েছে আর সেই সঙ্গে তারা এক বেসরকারি সংস্থার ব্যবস্থা হয়েছে।

এটিএম কার্ডের আকারে ড্রাইভিং লাইসেন্স তৈরি হয়ে যাবে আর তাতে থাকবে কিউআর কোড। নির্দিষ্ট প্রার্থীর ঠিকানায় ডেলিভারির জন্য ডাক বিভাগের কাছে তা পৌঁছে দেওয়া হবে। ঠিক যেমন ভাবে এটিএম কার্ড পৌঁছে যায় এখানেও হবে ঠিক একই প্রক্রিয়া।

পরিবহন দপ্তরের আঞ্চলিক অফিসে ১০ হাজার ড্রাইভিং লাইসেন্স এবং আরসি ছাপানো হচ্ছে। কাজ চলছে জোর কদমে প্রতিটিতে চিপ এবং কিউআর কোড লাগানো হচ্ছে। ওই চিপে থাকবে ড্রাইভিং লাইসেন্স মালিকের নাম তার জন্মতারিখ রক্তের গ্রুপ নির্দিষ্ট তারিখ লাইসেন্স দেওয়ার স্থান সহ আরো বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়বস্তু।

কিউআর কোড এবং চিপ সেখানে গাড়ির মালিকের যাবতীয় তথ্য থাকবে। যা থেকে বোঝা যাবে ওই গাড়ির মালিকের গাড়ি আসল কিংবা নকল কিনা। পরিবহন দপ্তরের এক আধিকারিক জানিয়ে দিয়েছেন ড্রাইভিং লাইসেন্স আবেদনকারী লাইসেন্সের অবস্থা সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন একটা এসএমএসের মাধ্যমে সেখানে নিশ্চিতকরণ করা হবে

২০০ টাকার বিনিময়ে এই ড্রাইভিং লাইসেন্স এবং শংসাপত্র পাঠিয়ে দেওয়া হবে। পরিবহন বিভাগ ডাক বিভাগের সঙ্গে একটি যৌথ সামঞ্জস্য বজায় রেখেছে আর তাতেই স্পিড পোস্টে এই কার্ড সরবরাহ করা হবে। এর জন্য অবশ্য কেন্দ্রীয় সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে। আবেদন করার মাত্র এক সপ্তাহের মধ্যে এই ড্রাইভিং লাইসেন্স পৌঁছে যাবে গ্রাহকের বাড়িতে।