সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভ্যালেন্টাইন ডে-তে ভুল করেও এই ৫ জিনিস গিফট হিসে’বে দেবেন না, স’ম্প’র্কে তিক্ততা দে’খা দেবে!

আগামী ১৪ ই ফেব্রুয়ারি Valentine’s day বা ‘ভালোবাসার দিন’ নামেই পরিচিত, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন হাজারো প্রেমিক যুগল। এইদিনে প্রেমিক দম্পতি সারাজীবন একসাথে থাকার প্রতিশ্রুতি দেন একে অপরকে,সঙ্গে দেন অসংখ্য উপহার ও ভালোবাসা।

আজ এই ইন্টারনেটের যুগে আমরা নিমেষের মধ্যে অর্ডার করে ফেলতে পারি দূরদূরান্ত থেকে আমাদের ভালোবাসার মানুষটির জন্য নামিদামি সব উপহার।বাদ যায় না চকোলেট থেকে শুরুকরে ফুল,জ্যাকেট,জামাকাপড়,কানের দুল,হাত ঘড়ি কোনো কিছুই।

অনেকসময় আমরা নিজেদের অজান্তেই আমাদের পার্টনারকে দিয়ে ফেলি এমন সব উপহার যা একেবারেই বাঞ্ছনীয় নয়। যার ফলে তিক্ত হতেপারে দুজনের সম্পর্ক।আসুন জেনেনিই সেই সব গিফ্ট বা উপহার সম্পর্কে –

আরো খবর: মৃ’গী রো’গ থাকলে এই কাজগুলো করার আ’গে কয়েকবার ভাবুন, নইলে বি’প’দে পড়বেন

১. কালো রঙের জিনিস আমাদের অনেকেরই খুব পছন্দের, সেটি হোক না কোনো ড্রেস বা হাতঘড়ি বা অন্য কিছু।কালো রংকে চিরকালই অশুভ বলে ধরা হয়,ফলে সঙ্গীকে কালো রঙের উপহার দিলে তার প্রভাব পড়তে পারে সম্পর্কেও।

২. কারুকার্য করা রুমাল একটি চোখ ধাঁধানো উপহার।কিন্তু সঙ্গীকে রুমাল গিফ্ট করা অশুভ বলে ধরা হয়।

৩. আজকেরদিনে পারফিউম দেওয়া একটি খুবই নগণ্য ব্যাপার।কিন্তু অনেকের মতে এটিও সম্পর্কে চিড় ধরাতে পারে।

৪. একে অন্যকে কলম গিফ্ট করার রীতির সাথে আমরা ছোটবেলা থেকেই পরিচিত।কিন্তু ভালোবাসায় নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে সঙ্গীকে কলম গিফ্ট করা থেকে বিরত থাকুন।

৫. সঙ্গীকে জুতো উপহার দেওয়ার ইচ্ছা থাকলে তাতেও রাশ টানুন এবার , কারণ জুতোকে একটি অশুভ শক্তির প্রতীক হিসেবেই বিশেষজ্ঞরা মনে করেন।