সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা’র’তে হবে না প্যাডেল! টাটা নিয়ে আসছে ই-সাইকেল, প্রতি কি’মি না’ম মা’ত্র খরচ

পেট্রোল-ডিজেলের দাম ক্রমাগত বাড়ছে। বর্তমানে তাই ইলেকট্রিক চালিত স্কুটার অথবা বাইকের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। এই অবস্থায় সাধারণের কথা চিন্তা করে দুটি ব্যাটারি চালিত বাইসাইকেল নিয়ে এল স্ট্রাইডার। এই সংস্থা কার্যত টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড নিয়ন্ত্রনাধীন সংস্থা। যারা কম খরচে গ্রাহককে পরিষেবা দিতে চায়। Contino ETB 100 এবং Voltic 1.7 নামক দুটি ব্যাটারি চালিত বাইসাইকেল বাজারে আনতে চলেছে টাটা।

ভালো হোক বা দুর্গম রাস্তা, এই বাইসাইকেল সব রাস্তাতেই সমান ভাবে চলতে পারে। এই ই-বাইসাইকেল চড়ে, দুর্গম রাস্তায় সুন্দর বাইকিং-এর অভিজ্ঞতা লাভ করবেন চালক, এমনটাই দাবি করা হচ্ছে সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে। Tata Styder-র Contino ETB 100 মডেলের দাম পড়ছে প্রায় ৩৭,৯৯৯ টাকা। Voltic 1.7 মডেলের দাম প্রায় ২৯,৯৯৫ টাকা ধার্য করা হয়েছে। দুটি মডেলের ক্ষেত্রেই ২ বছরের ওয়ারেন্টি দিচ্ছে টাটা কোম্পানি।

Voltic 1.7 এর গুরুত্বপূর্ণ ফিচারসগুলি হলো বড় টায়ার, রিমুভেবল ব্যাটারি, ২৬০ ওয়াট পাওয়ার মোটর এবং ৪৮ ভোল্ট এর হেভি-ডিউটি লিথিয়াম-আয়ন ব্যাটারির সঙ্গে থাকবে সাসপেনশন ফর্ক। ৩ ঘন্টার মধ্যে চার্জ হয় এই ব্যাটারি। Contino ETB-100-তে থাকছে এলইডি হেডল্যাম্প, ডুয়েল ডিস্ক ব্রেক, কি লকড ব্যাটারি, স্মার্ট রাইড। একবার চার্জ হলে ৬০ কিলোমিটার পর্যন্ত চলে এই ব্যাটারি। ১০০ কিলোমিটার যেতে খরচ হবে মাত্র ৬ টাকা।