সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

BOMB CYCLONE-এ নায়াগ্রা জলপ্রপাত জমে বরফ, রইলো আশ্চর্য্য ছ’বি

একদিকে যখন করোনা আবহে আবারো বিধ্বস্ত গোটা পৃথিবী। তখন প্রকৃতি তান্ডব চালাচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। বড়দিনের আনন্দ এক মুহূর্তে মাটি হয়ে গিয়েছিল সকালবেলায়। কারণ আমেরিকায় হঠাৎ শুরু হয়েছিল বম্ব সাইক্লোন। আমেরিকা যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০। একটা ভয়ংকর তুষার ঝড়।

সেই তুষার ঝরে লন্ডভন্ড হয়ে গিয়েছে আমেরিকার উত্তর অংশ। এবার প্রবল ঠান্ডায় বরফ হয়ে গেল নায়াগ্রা জলপ্রপাত। বরফে পরিণত হয়েছে এ বিশ্বের বৃহত্তম জলপ্রপাত আর সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পৃথিবীর শ্রেষ্ঠতম এবং সুন্দর এই জলপ্রপাতের এমন অবস্থা দেখে অবাক হয়ে গিয়েছেন সকলে।

তবে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে ভয়ের কিছু নেই। দূর থেকে আপাতদৃষ্টিতে এমনটাই মনে হচ্ছে। গোটা জলপ্রপাত থমকে গিয়েছে মনে হচ্ছে কারণ জলের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে জলপ্রপাতে। কিন্তু আদতে তা ঘটেনি জলধারার উপরে অংশে কিছুটা বরফ জমে গিয়েছে। প্রসঙ্গত বড়দিনের দুই দিন আগে থেকেই তুষারঝর আছড়ে পরে আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে।

আরো খবর: মাতৃ’হারা হলেও নিজের ক’র্ত’ব্যে অবিচল, কলকাতায় না এসেও ভার্চুয়ালি সব উদ্বোধন করবেন মোদি

তারপর থেকেই স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়েছে। তাপমাত্রা পৌঁছে গিয়েছে মাইনাস ৪৮° সেলসিয়াসে। আসলে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়াতে নায়াগ্রা নদীর জল জমে গিয়েছে। জলের উপর বরফের পুরু আস্তরণ পড়েছে। সেই বরফের নিচেই রয়েছে বিরাট জলপ্রপাত।

তবে এই সম্পর্কে নিউইয়র্ক ষ্টেট পার্কের একটি ওয়েবসাইট জানাচ্ছে স্বাভাবিক অবস্থায় ৩২ ফুট প্রতি সেকেন্ডে নায়াগ্রা থেকে ৩১৬০ টন জল প্রবাহিত হয়। তবে যেহেতু নদীতে বরফ পড়ে গিয়েছে তাই জলের প্রবাহ অনেকটাই কমে গিয়েছে।

ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়েও পর্যটকরা নায়াগ্রা দেখতে হাজির হয়েছেন। তারাই নায়াগ্রা জলপ্রপাতের বিভিন্ন ছবি ও ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।