সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই বি’শে’ষ নি’য়’মে বাড়িতে শঙ্খ রা’খু’ন, নাহলে সংসারে দে’খা দি’তে পারে অমঙ্গল

প্রত্যেকটি হিন্দু বাড়িতে সন্ধ্যেবেলা শঙ্খ বাজানোর রীতি আছে। শঙ্খ কে খুব শুভ বলে মনে করা হয়। কোন কাজের শুরুতে শঙ্খ বাজিয়ে দেবতাদের আহ্বান করা হয় বলে মনে করা হয়। অনেক সময় কোন কোন গৃহস্থের বাড়িতে একাধিক শঙ্খ দেখতে পাওয়া যায়। তবে বাড়িতে শঙ্খ রাখার ক্ষেত্রে কিছু নিয়ম আছে যেগুলি মেনে চলা খুবই প্রয়োজন।

আপনার বাড়িতে যদি থাকে একের অধিক শঙ্খ তাহলে কখনই এক ঘরে জুটি শঙ্খ কে রাখবেন না। সিটি বাজানো হয় সেটি সর্বদা হলুদ কাপড়ে মুরে রেখে দেবেন। অন্যটি রেখে দেবেন সাদা কাপড়ে। এর ফলে সংসারে শুভশক্তির আগমন হয়।

শঙ্খ ধুয়ে সেই জল কখনো পুজোর কাজে ব্যবহার করবেন না।

প্রতি সোমবার শঙ্খ পুজো করলে পারিবারিক উন্নতি নিশ্চিত হয়ে যায়।

বাজার থেকে শঙ্খ কিনে সেটি ব্যবহার করবেন না প্রথমে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তারপর ব্যবহার করার পর হলুদ কাপড়ে ঢেকে রেখে দেবেন।

ভুল করে কখনো মহাদেবের মাথার উপরে শঙ্খ রাখবেন না। দেখবেন সংকেত জল যাতে ভুল করেও ভগবান শিবের মূর্তি তে অথবা শিবলিঙ্গে না পড়ে যায়। নতুবা হতে পারে এই ভয়ানক অমঙ্গল।