সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেষ্ট মন্ডলের পরিচারকের ব্যাংক Account ফ্রিজ, কত টা’কা পেল CBI?

অনুব্রত মন্ডলের তো প্রায় ৬ মাস ধরে শ্রীঘরেই সময় কাটছে। সামনেই যেখানে পঞ্চায়েত ভোট, তাছাড়া আদালতে যাওয়ার সময় অনুগামীদের টোটকা দেন তিনি। কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যেই সিবি আই এর জালে তিনি ধরা পরেছেন, গত কয়েকবার তাকে জেড়াও করা হয়েছে। সম্প্রতি তার শরীর খারাপ সেই কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। কিন্তু এবার তার সাথে তার পরিচারকের অবস্থাও শোচনীয়।

কারণ সিবি আই এবার তার পরিচারকএর ব্যাঙ্ক একাউন্ট ফ্রিজ করে দিল। তাহলে প্রশ্ন হল কত টাকা পাওয়া গেছে তার একাউন্ট থেকে? যখন থেকে সিবি আই গরু পাচার কান্ডের তদন্তে নেমেছে তখন থেকেই বীরভূমের সিউড়ি সমবায় ব্যাঙ্কে ভুয়ো অনেক একাউন্টের হদিশ পাওয়া গেছে। আর সেখানেই নাকি ছিল পরিচারকের ব্যাঙ্ক একাউন্ট।

একজন পরিচারকের একাউন্টে এত টাকা কিভাবে থাকা সম্ভব? যার কারণেই সন্দেহের চোখে পরে সেই একাউন্ট। আর তারপরেই ফ্রিজ করে দেওয়া হয় একাউন্ট। সিবি আই সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে সেখানে অনুব্রত মন্ডল সহ তার দেহরক্ষী, পরিচারক ও পরিবারের নামে বিপুল সম্পত্তির খোজ মিলেছে।

আরো খবর: এই সপ্তাহেই প্রধানমন্ত্রী যোজনার টা’কা ঢু’কে যা’বে Account-এ! কে কে পাবেন?

কত টাকা ছিল সেই পরিচারকের একাউন্টে? হাজার টাকা আয় করে থাকে সেই পরিচারক কিন্তু তার একাউন্টে লক্ষ লক্ষ টাকার লেনদেন রয়েছে। যার কারণেই সন্দেহের চোখেই দেখে সিবি আই। এখনও নাকি সেই একাউন্টে ১৫ লক্ষ টাকা রয়েছে।

এবার সেই একাউন্ট থেকে যাতে টাকা লেনদেন করা না যায় তার জন্য সিবি আই সেই একাউন্ট ফ্রিজ করে দিয়েছে। সিউড়ির সমবায় ব্যাঙ্কে হানা দিয়ে সিবি আই ৩০০ র বেশী ভুয়ো একাউন্টের খোজ পেয়েছে।

একাউন্ট গুলো থেকে পাওয়া নাম গুলোর ভিত্তিতে তদন্ত শুরু করেছে সিবি আই। আশা করা হচ্ছে আগামীতে এমনই অনেক মানুষের খোজ তারা পাবে যারা কিনা কোনো না কোনো ভাবে অনুব্রত মন্ডলের সাথে জড়িত।