সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ল’ঞ্চ হতেই প্র’তি’দ্ব’ন্দ্বী, Ola-কে ট’ক্ক’র দিতে বাজারে নতুন ইলেকট্রিক স্কুটি, এক চা’র্জে’ই ২৪০ কি’মি

একবার যদি চার্জ দিয়ে দিতে পারেন তাহলে, ২৪০ কিলোমিটার রাস্তা নিশ্চিন্তে যেতে পারবেন। ০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গাড়ি যাবে মাত্র ৩ সেকেন্ডে। যেকোনো পেট্রোল চালিত স্কুটারকে হার মানিয়ে দেবে এই ইলেকট্রিক স্কুটার। সর্বোচ্চ ১০০ কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটবে ইলেকট্রিক স্কুটার।

যেভাবে পেট্রোলের দাম আকাশ ছুঁয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে এই ইলেকট্রিক স্কুটারকে নিজের ভবিতব্য বলে মনে করছেন অনেকে। একসময় ওলা স্কুটার গুলি সবথেকে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিনিয়ে নিয়েছিল। কিন্তু এবার পোলাকে টক্কর দিতে চলে এসেছে সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটার।

স্বাধীনতা দিবসের বিকেল পাঁচটা থেকে এই স্কুটারের বুকিং শুরু হয়ে গেছে। মাত্র ১৯৪৭ টাকা দিয়েই স্কুটিটি বুকিং করে নিতে পারবেন আপনি। স্কুটারের দাম দেড় লক্ষ টাকার মধ্যে। ৬ কেজির একটি রিমুভাল ব্যাটারি থাকবে এই স্কুটারে।

৪.৮ কিলোওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি এটি। সেই ব্যাটারি স্কুটার থেকে খুলে ঘরের ভেতর চার্জ দিয়ে আরও একবার স্কুটারের লাগিয়ে দিতে পারবেন আপনি। টাচস্ক্রিন ইন্সট্রুমেন্ট কনসোল, পর্ন বোর্ড নেভিগেশন, ব্লুটুথ কানেক্টিভিটির মতো একাধিক ফিচার থাকবে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে।