সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শেহনাজকে নতুন রূ’পে গ্রহণ করতে পারছেন না নেটিজেনরা, মুখে হা’সি নিয়ে ছবি পো’স্ট করতেই সমালোচনা

ফের ট্রোলের মুখে শেনাজ গিল; এই নামটার সাথে আমরা ওতপ্রোতভাবে পরিচিত, সেই বিগবসের ঘর থেকে। সেখানেই তার সঙ্গী হয়ে ওঠেন সিদ্ধাত শুক্লা, আস্তে আস্তে দর্শকদের প্রিয় জুটিতেও পরিণত হয়েছিল তাঁরা।

তাঁদের জুটিকে দর্শক ভালবেসে নাম দিয়েছিল সিডনাজ, কিন্তু আচমকাই ঘটে সেই দুর্ঘটনা, তাদের চলার পথে সিদ্ধার্থ ইতি টানেন, আমরা সকলেই তা সম্পর্কে অবগত, মুহূর্তে বদলে যায় শাহনাজের চেনামুখ, কারণ বিগবসের ঘর থেকেই তাদের সম্পর্ক শুরু হয়।

সিদ্ধার্থ বরাবরই অন্য লুকে দেখতে চেয়েছিলেন শেহনাজকে, এমনকি শাহনাজের প্রতি তিনি ছিলেন অত্যন্ত প্রটেক্টিভ, যাতে শেহনাজের সরল মনকে কেউ কখনো অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে, বা তার শরীরকে নিয়ে ট্রোল না হয় সেই দিকে বরাবরই নজর ছিল সিদ্ধার্থের।

 

View this post on Instagram

 

A post shared by Shehnaaz Gill (@shehnaazgill)

বলা চলে তাঁদের খুনসুটিতে দর্শকরা যথেষ্ট উচ্ছসিতও ছিল, কিন্তু আচমকাই তাঁদের জীবনে শোকের ছায়া নেমে আসে, তাতে দীর্ঘদিন যাবত আমরা দেখি শেহনাজের বাড়িতে প্রায়শই ডাক্তারএর আগমন।

 

View this post on Instagram

 

A post shared by Shehnaaz Gill (@shehnaazgill)

যে কারণে ভক্তরাও শেহনাজকে মন শক্ত করার পরামর্শ দেন, কিন্তু ঠিক যখন আবারো ছন্দে ফিরতএ তৈরি হচ্ছেন শেহনাজ, ধীরে ধীরে নিজের কাজ শুরু করছেন মুখে আবারও কিছুটা হাসি ফিরছে, ঠিক তখনই আবার ট্রোলের মুখে পড়লেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Shehnaaz Gill (@shehnaazgill)

কারণ সমস্ত নেটবাসী সহ তাঁর ভক্তবৃন্দ তাঁকে এই ভাবে মেনে নিতে পারছেন না, তাদের কাছে একটাই প্রশ্ন কীভাবে সম্ভব এটা? কিভাবে সিদ্ধার্থকে ভুলে গিয়ে আবারো জীবনের ছন্দ ফিরতে পারছেন শেহনাজ?

 

View this post on Instagram

 

A post shared by Shehnaaz Gill (@shehnaazgill)

যদি তার উত্তর দিয়েছেন শেহনাজ নিজেই, জানিয়েছেন সিদ্ধার্থ তাকে জীবনে লড়তে শিখিয়েছেন, সবসময় হাসিখুশি থাকতে শিখিয়েছেন। তাঁর মুখে সারা জীবন হাসি থাকুক এটাই সিদ্ধার্থ চেয়েছিলেন, আর তাঁর সেই ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আবারও জীবনের ছন্দে ফিরতে প্রস্তুত হয়েছেন শেহনাজ। তিনি শুধুমাত্র তাঁর ইচ্ছার সম্মানটুকু রাখছেন।