সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যে কোন রিয়েলিটি শোতে কিছু হলেই কেঁ’দে ভাসান নেহা, চরম ট্রো’ল হ’য়ে মুখ খুললেন গায়িকা

বর্তমান বলিউডের নামী গায়িকাদের মধ্যে অন্যতম হলেন নেহা কক্কর। বহু সুপারহিট গান গেয়েছেন তিনি। তাঁর জনপ্রিয়তা নিয়ে কোনো কথা হবে না। ‘সানি সানি’, ‘কালা চশমা, ‘ও সাকি সাকি’ খ্যাত এই গায়িকার প্রচুর ভক্ত ছড়িয়ে রয়েছে দেশে বিদেশে। তবে নেহা কক্করের একটি বদ অভ্যাস আছে, তা হল অল্প কিছুতেই কেঁদে ফেলা। আর সেই কারণেই হামেশাই তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক ট্রোলিং।

গত ১৫ বছর ধরে চুটিয়ে বলিউডে কাজ করেছেন এই গায়িকা। এখন তাঁকে বহু রিয়্যালিটি শোয়ের মঞ্চে বিচারকের আসনে দেখা যায়। ১৬ বছর বয়সে যে রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করে নিজের প্রতিভা প্রকাশের মধ্য দিয়ে নেহার জীবন বদলে গিয়েছিল, আজ সফল হয়ে সেই মঞ্চেই বিচারকের আসনে ফিরে এসেছেন তিনি।

তাই এই হিন্দি রিয়্যালিটি শোয়ের মঞ্চ তিনি দারুণ উপভোগ করেন। তবে শো’য়ে ইমোশনাল কিছু ঘটলে বা প্রতিযোগীদের সংঘর্ষের কথা শুনলেই কেঁদে ফেলেন গায়িকা। আর ঠিক সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন তিনি। শুধু তাই নয়, ইতিমধ্যে নেটিজেনদের তরফে থেকে ‘ক্রাই বেবি’ উপাধিও পেয়েছেন এই গায়িকা।

আরো পড়ুন: বিপ্লব চ্যাটার্জির মু’খে চা ছিটিয়েছিলেন বি’খ্যা’ত পরিচালক অঞ্জন দত্ত, রইলো আ’স’ল কা’হি’নী

ট্রোলড হওয়া প্রসঙ্গে সম্প্রতি নেহা বলেন, “আমি এমন মানুষদের দোষ দিতে পারি না, কারণ অনেকে আছেন যারা ইমোশনাল নন। আর এমন মানুষদের আমায় নকল লাগবেই। কিন্তু যারা আমার মতো ইমোশনাল তাঁরা আমার কষ্ট ঠিক বুঝবেন এবং আমার সঙ্গে নিজের মিল খুঁজে পাবেন। বর্তমান সময়ে এমন মানুষ খুব কম আছেন যারা অপরের কষ্ট বুঝে তাঁদের সাহায্য করতে চান। আর আমার মধ্যে এই গুণ আছে বলে আমার একটুও খারাপ লাগে না”।

নেহা আরও বলেন, “যখন আমরা কোনো রিয়্যালিটি শো’য়ে দেখাই যে একজন প্রতিযোগী অনেক কষ্ট করে সেই জায়গায় এসেছে, তা দেখে অনেকে অনুপ্রাণিত হন, অনেকে আবার নিজের সঙ্গে মিল খুঁজে পান। আর এ কোনো কাল্পনিক ঘটনা নয়, আমাদের পরিবারে এমন ঘটনা প্রায়শই ঘটে। তাছাড়া গান এবং নাচের মাঝে প্রতিযোগীদের সংঘর্ষের কাহিনী দর্শকদের সেই শো-এর প্রতি আরও আগ্রহী করে তোলে।

গায়িকা নেহার জীবনেও এসেছে এহেন প্রচুর সংগ্রাম। একসময় মাতা রাণীর ‘জাগরাতা’য় গান গাওয়া মেয়েটির ভাগ্য হঠাৎই বদলে গিয়েছিল রিয়্যালিটি শো’য়ে অংশগ্রহণের পর। আর আজ সেই শো-এরই বিচারক আসনে বসে প্রতিযোগীদের সংগ্রামের কথা শুনলে হয়তো নিজের অতীত টাকেই খুঁজে পান গায়িকা আর কোনোভাবেই ধরে রাখতে পারেন না চোখের জল।