সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিরাট সু’যো’গ! ২০,০০০ জনকে চাকরিতে নে’বে Paytm, বে’ত’ন বে’শ আকর্ষণীয়, জেনে নিন

স্নাতক উত্তীর্ণদের জন্য চাকরির বড়সড় সুযোগ আনছে পেটিএম (Paytm)। সূত্রের খবর, ডিজিটাল দুনিয়ায় ব্যবসায়ীদের অভ্যস্ত করে তুলতে ২০,০০০ Field Sales Executive নিয়োগ করার পরিকল্পনা করছে Paytm । তাঁরা Paytm-এর ১৬,৬০০ কোটি টাকার IPO -র আগে ব্যবসায়ী এবং ব্যবহারকারীদের ডিজিটাল দুনিয়ার বিষয়ে শেখাবে।

Paytm-এর Initial Public Offering (IPO): সূত্রের খবর, ভারতের সবচেয়ে বড় IPO (অর্থাৎ ১৬,৬০০ কোটি টাকার IPO লঞ্চের পরিকল্পনা করছে Paytm। আশা করা হচ্ছে, বিজয় শেখর শর্মার Paytm-এর এই IPO এই বছরের অক্টোবরের মধ্যেই আসতে চলেছে। সংস্থার লক্ষ্য IPO-র মাধ্যমে চলতি বছরের শেষের দিকে ৩ বিলিয়ন ডলার অর্থসংগ্রহ করা। প্রাথমিক শেয়ার বিক্রির জন্য খসড়া নীতি গত ১৫ জুলাই সেবির (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া) কাছে জমা দিয়েছে Paytm। IPO -এর আগেই মূলত লোকবল বাড়ানোর জন্য ‘Field Sales Executive’ কর্মসূচি চালু করেছে আর্থিক পরিষেবা প্ল্যাটফর্ম। তার মাধ্যমে চাকরি প্রদান করা হবে।

বেতন : ফিল্ড সেলস এগজিকিউটিভরা বেতন এবং কমিশনের মাধ্যমে মাসিক ৩৫,০০০ টাকা বা তার বেশি আয়ের সুযোগ পাবেন।

কী কাজ?: পেটিএম ওল-ইন-ওয়ান পিওএস মেশিন (Paytm all-in-one POS machine), পেটিএম ওল-ইন-ওয়ান কিউআর কোডস (Paytm all-in-one QR codes), পেটিএম ওয়ালেট (wallet), ইউপিআই (UPI), পেটিএম সাউন্ডবক্স (Paytm soundbox), পেটিএম পোস্টপেড (Paytm Postpaid), মার্চেন্ট লোন-সহ যাবতীয় পেটিএমের পরিষেবা শেখাতে হবে।

যোগ্যতা : মূলত Paytm App ব্যবহার করে আবেদন করতে হবে। ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী দশম শ্রেণি বা দ্বাদশ শ্রেণি বা স্নাতক পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। যাঁদের যাতায়াতের কোনও সমস্যা নেই, দু’চাকার গাড়ি আছে, এবং হাতকলমে সেলসের অভিজ্ঞতা আছে, তাঁরাই পাবেন অগ্রাধিকার।
সূত্রের খবর আবেদনকারীদের স্থানীয় ভাষা এবং স্থানীয় এলাকা নিয়ে দক্ষতা থাকতে হবে ।