সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফে’র একবার সূর্যকে ছুঁ’য়ে দেখতে চলেছে নাসার সৌরযান! আজই সেই দিন

২৫ ফেব্রুয়ারি সূর্যকে স্পর্শ করতে চলেছে নাসার সৌরযান। গত বছর সভ্যতার ইতিহাসে প্রথম বার এই কীর্তি গড়েছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। পৃথিবী থেকেও তা দেখা যাবে।

পার্কার গত ২০১৮ সালে সূর্যের উদ্দেশে যাত্রা করেছিল। এরপর থেকেই সূর্যের নানা ছবি পাঠাতে দেখা গিয়েছে সেটিকে। যা সূর্য সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে অনেক সাহায্য করছে বলেই মত বিজ্ঞানীমহলের।

এরপর সূর্যের একেবারে করোনা অঞ্চলে প্রবেশ করেছিল সেটি। এবার ২৫ ফেব্রুয়ারি ফের নয়া ইতিহাস রচনা করতে চায় পার্কার। ওইদিন সূর্যের ৮৫ লক্ষ ২৯ হাজার ৫২৩ কিলোমিটারের মধ্যে পৌঁছবে নাসার যান।

আরো পড়ুন: এবার সরাসরি যু’দ্ধে নামলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

এই মুহূর্তে ঘণ্টায় ৩ হাজার ৫৯২ কিলোমিটার বেগে সূর্যের দিকে দ্রুতগতিতে এগিয়ে চলেছে সেটি। সোলার পার্কার নামের ওই মহাকাশযানের এবারের সৌর অভিযান দেখা যাবে পৃথিবী থেকে। সূর্যের যেদিক পৃথিবীর দিকে ফেরানো, সেদিকেই এগোবে যানটি।