সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রায়ই সংশোধন ক’রা হ’চ্ছে জ্বালানির দা’ম, আজ ক’তো দা’ম কলকাতায়?

গত বছর পুজোর আগে থেকেই পেট্রোলের পাশাপাশি ডেজেলের দামও আকাশ ছোঁয়া হয়েছিল। যার জেরে সমস্যায় পড়তে হয়েছিল দেশের সাধারণ মানুষকে। জ্বালানি তেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল নিত্যাপ্রয়োজনীয় দ্রব্যের দাম। কিন্তু পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা কমায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছে দেশের সাধারণ মানুষ। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশ লিমিটেড, হিন্দুস্তান অয়ের করোপেরেশন লিমিটেডসহ পাব্লিক সেক্টরগুলি আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও বিদেশী মুদ্রার হারের সঙ্গে সঙ্গতি রেখেই প্রতিদিন তেলের দাম নির্ধারণ করে।

গত বছর পুজোর আগে থেকেই পেট্রোলের পাশাপাশি ডেজেলের দামও আকাশ ছোঁয়া হয়েছিল। যার জেরে সমস্যায় পড়তে হয়েছিল দেশের সাধারণ মানুষকে। জ্বালানি তেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল নিত্যাপ্রয়োজনীয় দ্রব্যের দাম। কিন্তু পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা কমায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছে দেশের সাধারণ মানুষ।

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশ লিমিটেড, হিন্দুস্তান অয়ের করোপেরেশন লিমিটেডসহ পাব্লিক সেক্টরগুলি আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও বিদেশী মুদ্রার হারের সঙ্গে সঙ্গতি রেখেই প্রতিদিন তেলের দাম নির্ধারণ করে।

প্রায়ই সংশোধন করা হয় জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে গত ২ মাসেরও বেশি সময় ধরে স্থির রয়েছে তেলের দাম। পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন সকালেই জানিয়ে দেয় তেল সংস্থাগুলি । সেইমত এদিনও জানানো হয়েছে।

আরো পড়ুন: ডিম ভাঙার প’র এই রং যদি চো’খে পড়ে ত’বে সাবধান হ’য়ে যান! খেলেই বি’প’দ ঘ’টে যেতে পারে

কিন্তু গত ৪ নভেম্বর পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা কমানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তারপর থেকেই এই দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রয়েছে। ৯ ফেব্রুয়ারিও গোটা দেশে জ্বালানি তেলের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।

পেট্রোলের দাম:-

চেন্নাই ১০১.৪০ টাকা প্রতি লিটার
দিল্লি ৯৫.৪১ টাকা প্রতি লিটার
কলকাতা ১০৪.৬৭ টাকা প্রতি লিটার
মুম্বই ১০৯.৯০ টাকা প্রতি লিটার

আরো পড়ুন: গ্যাস সিলিন্ডার বু’ক করুন Patym-র মা’ধ্য’মে, রয়েছে কিছু সুবিধা যা জা’না নেই অনেকেরই

ডিজেলের দাম:-

চেন্নাই ৯১.৪৩ টাকা প্রতি লিটার
দিল্লি ৮৬.৬৭ টাকা প্রতি লিটার
কলকাতা ৮৯. ৭৯ টাকা প্রতি লিটার
মুম্বই ৯৪.১৪ টাকা প্রতি লিটার