সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আবাস যোজনায় অবৈ’ধ বহু নাম, জনগণের ভ’য়ে গণ ই’স্ত’ফা পঞ্চায়েত সদস্যদের

দুর্নীতির নতুন নাম আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে একের পর এক নতুন নতুন দুর্নীতির খবর সামনে আসছে বিভিন্ন শহর ও গ্রাম থেকে। দুর্নীতির যেন কোন সীমানা নেই। বিশেষ করে পঞ্চায়েত স্তরে বারবার উঠে আসছে দুর্নীতি। দোতলা তিনতলা বাড়ির মালিকরা আবাস যোজনার নামের তালিকায় নথিভুক্ত অথচ বাড়ি পাচ্ছেন না সাধারণ গরিব মানুষরা।

এবার এরই মধ্যে গণসথাফা দিলেন মুর্শিদাবাদের ভরতপুর দুই ব্লকের মালিহাটি কান্দ্রা গ্রাম পঞ্চায়েতের ১৭ জন সদস্য। প্রতিদিন ব্লকে বিভিন্ন অনিয়মের অভিযোগ জমা পড়েছিল। মানুষের হাত থেকে বাঁচতে অবশেষে তারা ইস্তফা দিলেন। স্থানীয় সূত্রে খবর কেন্দ্রের আবাস যোজনা তালিকায় নাম ওঠেনি কান্দি মহকুমার ভরতপুর দুই ব্লকের পঞ্চায়েত এলাকার বহু উপভোক্তাদের।

তার ফলে ক্রমাগত বিক্ষোভের চিত্র উঠে আসছিল ওই অঞ্চল থেকে। গরিব মানুষদের অভিযোগ ছিল ইচ্ছাকৃতভাবে পঞ্চায়েত সদস্যরা নিজেদের কাছের মানুষদের নাম ঢুকিয়ে দিয়েছে তালিকায়। বঞ্চিত হয়েছেন টালি মাটির বাড়িতে থাকা সাধারণ মানুষ। যেকোনো মুহূর্তে মার মুখী হয়ে উঠতে পারেন গ্রামবাসীরা।

আরো খবর: ফ্ল’প সিনেমায় নাজেহাল ভাইজান! এবার বডিগার্ড শেরার ছেলেকে হি’রো বানাবেন সলমন

তাই আগে থাকতেই নিজেরা ইস্তফা দিয়ে দিলেন বলেই দাবি গ্রাম পঞ্চায়েত সদস্যদের। এতদিন তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে অভিযোগ। অন্যায় না করলেও পাবলিকের মার খাওয়ার ভয়ে তারা আত্মসমর্পণ করলেন। কাঁদতে কাঁদতে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সকলেই একযোগে ইস্তফা পত্র প্রদান করে বেরিয়ে গেলেন পঞ্চায়েত থেকে।

সেই দৃশ্য দেখে রীতিমতো অবাক গ্রামবাসীরা। এদিকে বিরোধীরা দাবি করেছেন নিজেরা দুর্নীতিতে যুক্ত তাই গা বাঁচাতে আগে থেকেই পদত্যাগ করে দিলেন। যদিও সেসব দাবি মানতে নারাজ ওই পঞ্চায়েত সদস্যরা। তারা জানান তারা নির্দোষ কিন্তু কোন রকম হয়রানির শিকার হতে চান না। তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন স্বেচ্ছায়।