সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তবে কি ২১ জানুয়ারি থেকে সাপ্তাহিক ল’ক’ডা’উ’ন বাংলায়?

বলা যেতে পারে করোনার তৃতীয় ঢেউ সারা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। আর সেই কারণেই বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে তৎপরতার সাথে। এখনো পর্যন্ত দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,১৭,১০০ জন। বিশেষ করে দিল্লি এবং মুম্বাই করোনা আক্রান্তের সংখ্যা একেবারে চরমে উঠেছে। বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন, করোনার নতুন স্ট্রেইন ওমিক্রন খুব দ্রুত ছড়াবে, আর ঠিক হচ্ছেও তাই। দিল্লি সরকার ইতিমধ্যেই লকডাউন এর পথে অগ্রসর হয়েছে। পশ্চিমবঙ্গের কথা যদি বলা যায় বৃহস্পতিবার পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা রাজ্যে ১৫,৪২১ জন।

এই অবস্থার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে। তিনি জানিয়েছেন আগামী ১৫ দিন খুবই গুরুত্বপূর্ণ, তাই রাজ্যের সমস্ত ক্ষেত্রে করা বিধিনিষেধ পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই সমস্ত মেনে চলার পরেও যদি করোনা সংক্রমণ রাজ্যে বৃদ্ধি পায় তাহলে, আগামী একুশে জানুয়ারি থেকে দিল্লির পথেই হাঁটবে পশ্চিমবঙ্গ সরকার।

ইতিমধ্যেই দিল্লিতে সাপ্তাহিক লকডাউন এর নির্দেশ দিয়েছে কেজরিওয়াল সরকার, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ সরকারও সাপ্তাহিক লকডাউনের পথেই এগোবে বলে জানা যাচ্ছে ঘনিষ্ঠ সূত্রে। তবে সাপ্তাহিক লকডাউন সম্পর্কে বিস্তারিত এখনো জানা সম্ভব হয়নি,আগামীতে পরিস্থিতির ওপর নির্ভর করেই সরকারের তরফ থেকে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।