সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হনুমান জয়ন্তীতে মন্দিরে আরতির অ’নু’ম’তি মুসলমানদের, সা’থে ইফতার পার্টির আ’য়ো’জ’ন শরদ পাওয়ারের

দা নেশনালিস্ট কংগ্রেস পার্টির তরফ থেকে বার হনুমান জয়ন্তীতে নেওয়া হল বিশেষ একটি পদক্ষেপ। হনুমান জয়ন্তীতে মন্দিরে মুসলিমদের প্রবেশ করার অনুমতি দিল শরদ পাওয়ার এর দল, শুধুমাত্র যে মন্দিরে প্রবেশ তা নয় এমনকি ভগবান হনুমানের আরতি করার অনুমতি তাদের দেওয়া হল।

এখন চলছে রমজান মাস এবং সেইজন্যেই মহারাষ্ট্রের পুনের একটি মন্দিরে মুসলিমদের জন্য একটি ইফতার পার্টির ব্যবস্থা করেছেন নেশনালিস্ট কংগ্রেস পার্টি। এনসিপির তরফ জানা গিয়েছে, নেতা রবীন্দ্র মাল বাত কর এই উদ্যোগটি করেছেন।

রমজান উপলক্ষে শুক্রবারে সাঁখালিপীর তালিম রাষ্ট্রীয় মারোতি মন্দিরে করা হয়েছিল একটি ইফতারের আয়োজন। গোটা রমজানের মাস জুড়ে মুসলিমদের এই রোজা ভাঙ্গে সূর্য অস্ত যাওয়ার পরে। জানা গেছে যে হনুমান মন্দিরে ইফতারের আয়োজন করা হয়েছিল তাতে সেই সমস্ত মুসলিম মানুষেরা রোজা ভেঙে ছিলেন।

আরো পড়ুন: রেললাইনে শু’য়ে বয়ফ্রেন্ডের স’ঙ্গে ফো’নে ক’থা তরুণীর, উপর দিয়ে চ’লে গে’লো মালগাড়ি, এরপর?

হনুমান জয়ন্তী একদিকে যেমন চলছে, তেমনি অন্যদিকে চলছে রমজান। এই ঘটনার ব্যাপারে একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে এনসিপি নেতা জানিয়েছেন, “এরকম একটি উদ্যোগ এই প্রথম বছর নয় এটি প্রায় ৩৫ বছর ধরেই হচ্ছে।

হিন্দু এবং মুসলিম জাতির মধ্যে যাতে সম্প্রীতি বজায় থাকে সেই কারণের এই ধরনের একটি আয়োজন ।এর আগে এখানে যেমন গণেশ পুজো হতো সেই সময়ে মোদকের বদলে দেওয়া হতো খেজুর যেটা খেয়ে মুসলিম ব্যক্তিরা তাদের রোজা ভাঙেন। রবীন্দ্র মালভেদকর শিখিয়েছেন, সব সময় রাষ্ট্রবাদী হবার চেষ্টা করো কখনো জাতীয়বাদী হয়ো না”।

গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। হিন্দু ধর্মে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব, শক্তির প্রতীক হিসেবে চিহ্নিত হনুমান। এই দিনে লাল কাপড়, সিঁদুর, হলুদ লাল গোলাপ দিয়ে হনুমান ঠাকুরকে পুজো করা হয় এবং ভোগে দেওয়া হয় লাড্ডু, কলা, হালুয়া।