সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টিকটিকি আপনার জীবনে শুভ-অশুভ বা’র্তা ব’য়ে আনতে পা’রে! জেনে নিন কিভাবে

প্রায় প্রত্যেক বাড়িতেই কমবেশি টিকটিকি দেখতে পাওয়া যায়। টিকটিকি দেখা এবং টিকটিকি গায়ে পড়া নিয়ে আমাদের দেশে অনেক সংস্কারও আছে। জ্যোতিষশাস্ত্র মতে, টিকটিকি আপনার ভাগ্যের জন্য শুভ ও অশুভ বার্তা বয়ে নিয়ে আসে।

জ্যোতিষশাস্ত্র মতে, কথা বলার সময় যদি টিকটিকি শব্দ করে, তা হলে বুঝতে হবে সেটি খুব তাড়াতাড়িই ফলতে চলেছে! আবার খাওয়ার সময় ও যদি টিকটিকি শব্দ করে তাহলে কোনও সুখবর আসার বা ধন প্রাপ্তির সম্ভাবনা থাকে।

কোনও গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় যদি দুটো টিকটিকিকে মারামারি করতে দেখেন তাহলে বুঝতে হবে যে কাজের জন্য আপনি যাচ্ছেন তা সফল না-ও হতে পারে। স্বপ্নে টিকটিকির মারামারি দেখলে সাবধান হয়ে যান, কারণ আপনার বিপদ আসন্ন।

আরো পড়ুন: বিভিন্ন ট্রেনে চু’রি করেই কোটিপতি, এক ঝ’ট’কা’য় ভিখারি সেই চো’র!

ঘরে যদি মরা টিকটিকি দেখতে পান তা হলে যত তাড়াতাড়ি সম্ভব মৃত টিকটিকিটি মাটিতে পুঁতে দিন। কারণ এটি খুব অশুভ সঙ্কেত। স্বপ্নে মৃত টিকটিকি দেখলেও সেটাও একটি অশুভ সংকেত।

দু’টি টিকটিকিকে সঙ্গমরত অবস্থায় দেখলে বুঝতে হবে আপনার মনের মতো কোনও মানুষের সঙ্গে হয় দেখা হতে চলেছে নয়তো খুব শীঘ্রই আপনার ভাগ্যের উন্নতি ঘটবে।

টিকটিকি আপনার হাতে বা গায়ে পড়লে বুঝতে হবে খুব শীঘ্রই আপনি সম্মানিত হতে চলেছেন। কিন্তু খাবার সময় টিকটিকি যদি পায়ের ওপর পড়ে, তা হলে কিছুদিনের মধ্যেই আপনি ঘোরতর অসুস্থ হতে পারেন।

আরো পড়ুন: অভিষেক এ জী’ব’নে যা যা পাননি তা যে’ন পরের জ’ন্মে মি’টে যায়: ঋতুপর্ণা

জ্যোতিষশাস্ত্র বলছে, আপনার মাথায় যদি টিকটিকি পড়ে, তা হলে আপনার প্রচুর ধনসম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। যদি বাঁ কাঁধে টিকটিকি পড়ে, তা হলে আপনার আয়ু বৃদ্ধি হতে পারে।

আর যদি ডান কাঁধে পড়ে, তা হলে নতুন জামাকাপড় পাওয়ার যোগ বোঝায়। টিকটিকির পোকামাকড় ধরে খাওয়ার সময় যদি আপনি দেখে ফেলেন, তবে জানবেন আপনার যেমন একদিকে ধনপ্রাপ্তির যোগ রয়েছে তেমনই লোকসানও হবে।