সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Bus Service: আজ থেকে কলকাতা থেকে এইসব রু’টে চা’লু হচ্ছে নাইট বাস সা’র্ভি’স, জেনে নিন

এবার পুজোয় আর হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হবে না। রাজ্য পরিবহণ দপ্তরের নাইট সার্ভিস চালু করতে চলেছে। অর্থাৎ এবার থেকে আগামী লক্ষ্মীপূজা পর্যন্ত রাতে বিশেষ বাস চালানো হবে রাজ্য পরিবহণ দপ্তরের তরফ থেকে। এর আগে সাধারণ সময়েও অবশ্য রাতের বাস চলাচল করত। তবে কর্নার জন্য লকডাউনের সময় রাতের বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

আগামী 11 দিন 14 টি রুটের বাস চলাচল করবে বলে জানানো হয়েছে। এই রোগ গুলি হল হাওড়া স্টেশন থেকে বিমানবন্দর, ব্যারাকপুর, বারাসাত, কামালগাজি, গড়িয়া, জোকা, বালিগঞ্জ এবং ডানলপ। এছাড়াও হাওড়া স্টেশন থেকে করুনাময়ী, শ্যামবাজার-বারাসাত, বেলগাছিয়া থেকে এসপ্ল্যানেড, হাওড়া স্টেশন থেকে নিউটাউন পর্যন্ত রাতের বাস চলবে বলে জানানো হয়েছে।

আগে এসব রুটে দুটো বা তিনটে ট্রিপে বাস চালানো হতো। তবে পূজা উপলক্ষে ট্রিপের সংখ্যা বাড়ানো হচ্ছে। রবিবার পঞ্চমীতে ভিড় অনেকটাই বাড়বে বলে মনে করছেন পরিবহন দপ্তরের আধিকারিকেরা। তাই আগামীকাল অর্থাৎ ষষ্ঠী থেকে বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুজোর কটা দিন নাইট কারফিউ নেই। দশমীর পরেও ভিড় থাকবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য এই বছরে ভোররাত পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছে না। মাঝরাত পর্যন্ত মেট্রো পরিষেবা থাকলেও টোকেন ব্যবহার করে মেট্রোয় চড়া যাবে না। তার জন্য থাকতে হবে স্মার্ট কার্ড। তাই রাতের বাসে যাত্রী সংখ্যা কিছু কম থাকবে না বলেই মত পরিবহন দপ্তরের আধিকারিকদের।