সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

AC কি’ন’তে গেলেই দোকানদারের মুখ থেকে শুন’তে হয় কত টনের কিনবেন! এর অ’র্থ কি?

গ্রীষ্ম এসে গিয়েছে। ঘরে বাইরে সর্বত্র নাজেহাল অবস্থা মানুষজনের। আর এই অবস্থায় ঘরে শুধু পাখা নয় প্রয়োজন একটা এসির। মধ্যবিত্ত পরিবারে একটা এসি থাকবে না এটা ধারণার বাইরে। ঘর এবং মাথা দুই ঠান্ডা রাখতে ব্যবহার করা হয় এসি। এই এসি কেনবার সময় টন কথাটা শুনেছেন নিশ্চয়ই?

কেন ব্যবহার করা হয় এই টন শব্দ জানেন কি! বাইরে যতই প্রখর রোদ হোক না কেন ঘরের মধ্যে জমজমাট ঠান্ডা। গরমে এসির চাহিদা অনেকটাই বেড়ে যায় অনেকে আবার দাম কমার জন্য শীতকালে এসি কিনে রাখেন।

যাদের বাড়িতে এসি আছে নিশ্চয়ই তারা এক টন ২ টন ৩ টন এই শব্দগুলো শুনেছেন। কিন্তু জানেন কি এর অর্থ? দোকানে নতুন এসি কিনতে গেলে বিক্রেতারা জিজ্ঞেস করেন কত টনের এসি লাগবে? এই টন হলো এসির ঠান্ডা রাখার ক্ষমতা! যাকে বিশেষ একককে বলা হয় টন!

আরো খবর: আপনারাই শিক্ষার বাবার পি’ন্ডি চট’কে’ছে’ন, সেলিমকে নিয়ে ম’ন্ত’ব্য উদয়ন গুহের

এক ঘন্টায় এয়ারকন্ডিশনের দ্বারা উত্তলিত তাপের পরিমাণ এই টন! ঘর বুঝে নির্ধারিত টনের এসি কিনে আনতে পারেন বাড়ির জন্য ! জলকে বরফে রূপান্তরিত করতে পারে যে পরিমাণ শক্তি তাকেই বলা হয় টন! তাই এসি কেনার সময় এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবেই।

যত টনের এসি হবে তত তাড়াতাড়ি ঘর হবে ঠান্ডা। শুধু তাই নয় টনের সঙ্গে সঙ্গে ষ্টার দেখে এসি কেনা উচিত। উপরে ফাইভ স্টার থ্রি স্টার কিম্বা টু স্টার এগুলির সঙ্গেও নিশ্চয়ই পরিচিত? যত বেশি স্টার মার্কা জিনিস কিনবেন তত বিদ্যুৎ বিল কম আসবে! তাই যে কোন ইলেকট্রনিক জিনিস কেনার সময় এগুলি মাথায় রাখা খুবই জরুরী।