সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দ্রৌপদী মুর্মুকে সমর্থন একাধিক বি’রো’ধী দলের, তবে কি মুখ থুবড়ে পড়বে বি’রো’ধী শিবির?

রাষ্ট্রপতি নির্বাচন একেবারে আসন্ন, যার তোড়জোড় করে চলেছে কেন্দ্র এবং বিরোধী দল। ২০২৪ সালে লোকসভা ভোট রয়েছে, যার প্রস্তুতি ইতিমধ্যেই নিতে শুরু করেছে কেন্দ্র ও বিরোধী দলগুলো।

এই রাষ্ট্রপতি নির্বাচন লোকসভা ভোটের প্রথম পদক্ষেপ বলা যেতেই পারে। ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দ্রৌপদী মুর্মু কে প্রার্থী করা হয়েছে, এদিকে আবার বিরোধী দলগুলোর পক্ষ থেকে রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী করা হয়েছে যশবন্ত সিংহকে।

কিন্তু বর্তমানে বিরোধী দলগুলোর যে ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে, সেই হিসেবে দেখা গেলে দ্রৌপদী মুর্মু একপ্রকার জয় লাভ করার দিক থেকে এগিয়ে রয়েছে।

আরো পড়ুন: এবারও মুখ থু’ব’ড়ে পড়লো তৃণমূল, ত্রিপুরায় কিছুই ক’র’তে পা’র’লো না বাংলার শাসকদল

বর্তমানে কয়েকটি বিরোধী রাজনৈতিক দল বিজেপির পক্ষ নিয়েছে। যার মধ্যে মায়াবতীর দল অন্যতম। বিরোধীদলগুলো ইতিমধ্যেই একের পর এক বৈঠক করেও কোনো কিছু করতে পারলো না বলেই মনে হচ্ছে।

কারণ একাধিক বিরোধীদল ইতিমধ্যেই দ্রৌপদী মুর্মু কে সমর্থন জানিয়েছে। আসলে প্রথমে ভাবা হয়েছিল বিজেডি দল যশোবন্ত সিংহ কে সমর্থন করবে, কিন্তু তারা মাঝ পথে বেঁকে বসে বিজেপিকে সমর্থন করতে শুরু করে, তার কারণে অনেকটাই ধাক্কা খায় বিরোধীদল গুলো।

এবার তারপরেই আবার শোনা যাচ্ছে বিজেপির পক্ষ নিয়েছে মায়াবতীর দলও‌, বিএসপি নেত্রী মায়াবতীও এবার জানিয়ে দিয়েছে যে তার দল দ্রৌপদী মুর্মু কেই সমর্থন করবে।

বিশেষজ্ঞরা মনে করছেন মায়াবতীর এমন মত বদল এর কারণ একটাই হতে পারে, যে তাকে বিরোধী দলের কোনো বৈঠকেই ডাকা হয়নি।তাই তিনি বিজেপির পক্ষ নিয়েছে।

বিজেপি এখন ম্যাজিক ফিগার পার করে ফেলেছে, যেখানে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মোট ভোটসংখ্যা ১০৮৬৪৩১ , সেখানেই বিজেপির ভোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৭০০০।