সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমাদের সরকার কোনো দু’র্নী’তি’র সাথে যু’ক্ত কিনা তা সামনে আনুন, বিরোধী দলগুলোকে চ্যা’লে’ঞ্জ অমিতের

সম্প্রতি ভারতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুড়ি বছর পূর্ণ হলো। এই বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নরেন্দ্র মোদির ভূয়ষী প্রশংসা করলেন। তার দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি লাগাতার জয় পাচ্ছে। নরেন্দ্র মোদি আসার পর বিজেপি সংগঠন আরো বেশী মজবুত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারত যে কখনো এয়ারস্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক করবে একথা কেউ কখনো কল্পনাও করতে পারেনি।

আজ ভারত সারা বিশ্বের মধ্যে 5 থেকে 6 নম্বর অর্থনৈতিক সমৃদ্ধি দেশ হিসেবে পরিণত হয়েছে। আগামী দিনে আরো এগিয়ে আসবে ভারত। এরপর তিনি বলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ধৈর্যের সঙ্গে কাজ করেন। তার কারণেই ভারত ক্রমশ সফলতার শিখরে পৌঁছে যাচ্ছে। তিনি আরো বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মতো শ্রোতা তিনি কখনও দেখেননি। তিনি সকলের কথা খুব মনোযোগ দিয়ে শোনেন এবং তারপরেই নির্ণয় গ্রহণ করেন। সরকার চালাতে নয়, দেশ বদলাতে ক্ষমতায় এসেছেন প্রধানমন্ত্রী। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আধ্যাত্মিকতা দুই রকমের হয়। নিজের জন্য কাজ করা এবং অপরের জন্য কাজ করা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনতার জন্য কাজ করার পথ বেছে নিয়েছেন। দেশের প্রত্যেক বাড়িতে নলের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার কাজ চলছে। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের আগে 18000 গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি। তবে আজ সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে। এরপর বিরোধীদের উদ্দেশ্য করে তিনি বলেন বিজেপি সরকারের কোনরকম দুর্নীতি থাকলে তা প্রমান করে দেখাক বিরোধীরা।