সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই দেশে বায়ুদূষণের প্র’ভা’বে অ’সু’স্থ ১৩ লাখের বে’শি মানুষ, হাসপাতালেই ভর্তি কয়েক লক্ষ!

মাত্রারিক্ত দূষণের শিকার এবার থাইল্যান্ড। বাইরে বেরোতে গেলে N95 মাস্ক পরে তবেই বেরোতে পারবেন বলে জানিয়েছে মন্ত্রকে। যত দূর জানা যাচ্ছে তাতে, ইতিমধ্যেই দূষণের কারণে ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে দেশের বিস্তীর্ণ এলাকা। অবস্থা এতটাই বেগতিক যে, প্রায় ২,০০,০০০ মানুষ বিষাক্ত বাতাসে শ্বাস নেওয়ার কারণে অসুস্থও হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালেও ভর্তি করা হয়েছে। এদিকে, রাজধানী ব্যাংককের অবস্থাও অত্যন্ত শোচনীয়। বিভিন্ন শহরের আধিকারিকরা স্থানীয় মানুষদের বাড়িতে থাকার আর্জিও জানিয়েছে।

থাইল্যান্ডের বায়ু এতটাই বিষাক্ত হয়ে গেছে যে এই সিদ্ধান্ত নিতে হয়েছে ওখানকার সরকারকে। মূলত কলকারখানা থেকে শুরু করে আরো অন্যত্র সমস্ত ধোঁয়াই মূল কারণ এই বায়ু দূষিত হয়ে যাওয়ায়। এমতাবস্থায়, AFP-র এক প্রতিবেদনে বলা হয়েছে যে, বর্তমানে রাজধানী ব্যাংককে বায়ুদূষণ অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে রয়েছে। ইতিমধ্যেই সেখানকার স্বাস্থ্য মন্ত্রকের তরফে শিশু ও গর্ভবতী মহিলাদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এমনিতেই ব্যাংকক প্রায় ১১ মিলিয়ন মানুষের আবাসস্থল এবং এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল হিসেবেও বিবেচিত হয়। তবে, এবার এই এলাকাই বিষাক্ত বাতাসে ঢেকে দিয়েছে। মন্ত্রকের মতে জানানো হয়েছে বায়ু দূষণের ফলে বছরের শুরু থেকে ওই রাজ্যে ১.৩ মিলিয়নেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এই সপ্তাহেই প্রায় ২ লক্ষ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরো খবর: কালবৈশাখীর সম্ভাবনা প্র’ব’ল! কোন কোন জেলায় প্র’ভা’ব পড়বে?

এমতাবস্থায়, মন্ত্রকের একজন চিকিৎসক ক্রিয়াংক্রাই নামথাইসোং গত বুধবার জানিয়েছেন, প্রত্যেকেই বাইরে বের হলে তাঁদের উচ্চ মানের N95 দূষণরোধী মাস্ক পরা উচিত। পাশাপাশি, শহরের মানুষদের “Work From Home” অর্থাৎ বাড়িতে থেকেই কাজ করার আর্জি জানিয়েছেন তিনি। ছোটো নার্সারি গুলোয় নো ডাস্ট রুম এর ব্যাবস্থা করা হয়েছে।

জনস্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, গত বুধবার ব্যাংককের ৫০ টি জেলায় সবচেয়ে বিপজ্জনক PM2.5 মাত্রা রেকর্ড করা হয়েছে। মূলত, এই মাত্রা WHO-র নির্দেশিকা থেকে অনেকটাই উপরে রয়েছে। এমন পরিস্থিতিতে, বাতাসে উপস্থিত দূষক কণা সরাসরি রক্তে প্রবেশ করতে পারে।

এমতাবস্থায়, সরকারের দূষণ নিয়ন্ত্রণ বিভাগের মতে জানানো হয়েছে, গত তিন দিন ধরে ব্যাংককের বেশিরভাগ অংশে PM2.5 মাত্রা নিরাপদ স্তরের উপরে রয়েছে। তাই খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে চলেছে থাইল্যান্ড তা আর বলার অপেক্ষা রাখে না। এই দূষণের পিছনে কৃষকদেরও কিছুটা দায়ী করা হচ্ছে। কারণ চাষের জমি খড় অনেকেই পুড়িয়ে দেন সেই ধোঁয়া বাতাসে মিশেও দূষণ ছড়াচ্ছে বলে জানা গেছে।