সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কালবৈশাখীর সম্ভাবনা প্র’ব’ল! কোন কোন জেলায় প্র’ভা’ব পড়বে?

হাওয়া অফিস সূত্রে খবর আজ পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম জেলাতে। তাপমাত্রা কমবে কলকাতায়।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া সহ দুই দিনাজপুরের বেশ কিছু অংশে। কালবৈশাখীর আশঙ্কাও দেখা দিচ্ছে।

সারা রাজ্য জুড়ে শীতের বিদায় ঘণ্টা ইতিমধ্যেই বেজে গেছে।তাপমাত্রার পারদ ধীরে ধীরে ঊর্ধ্বগামী।উত্তরবঙ্গে শীতের আমেজ কিছুটা থাকলেও দক্ষিণবঙ্গে সূর্যমামা নিজের প্রকোপ দেখাতে শুরু করে দিয়েছে।বসন্তের আগমনে গাছগুলির পুরনো পাতা ঝড়ে গিয়ে নতুন পাতা গজাচ্ছে।হোলিতেও এবার উচ্চ তাপমাত্রার কারণে নাজেহাল হতে হয়েছে রাজ্যবাসীকে।

বসন্তের মনোরম আবহাওয়ার বদলে থাকছে চরম অস্বস্তিকর আবহাওয়া। পারদ উঠে গেছে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসে,সঙ্গে যোগ হয়েছে আদ্রতা।যা এই গরমকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। মার্চ এর শুরু থেকেই তাপমাত্রা হু হু করে বৃদ্ধি পাচ্ছে কলকাতায়। অন্য বছরের তুলনায় এ বছর সূর্যের প্রকোপ কিছুটা আগের থেকেই দেখা যাচ্ছে।

আরো খবর: কলকাতা পুরসভায় শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নি’য়ো’গ, বেতন কা’ঠা’মো জেনে নিন

ফলে মার্চ মাসেই গরমের দাপট অন্যবারের থেকে বেশি হবে বলেই খবর।কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩২-৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।কিন্তু রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কমে দাঁড়ায় ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩০ – ৮০ শতাংশ।

শুক্রবারই কলকাতায় হালকা ঝোড়ো হাওয়া বয়েছিল। বৃষ্টি হয়েছে আসানসোলে। আপাতত এই গরম থেকে স্বস্তির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস জারি করল উত্তরের জেলাগুলোর জন্যও।

হাওয়া অফিস সূত্রে খবর আগামী বুধবার থেকে রাজ্যের আবহাওয়া পরিবর্তন হতে পারে।উত্তরবঙ্গের ৪ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।উত্তর পূর্ব বিহার সংলগ্ন এলাকায় নিন্মচাপের কারণে এই অসময়ে বৃষ্টিপাত হতে চলেছে।